এখন পড়ছেন
হোম > অন্যান্য > রামমন্দিরের ভূমিপুজো তো হল, এবার রামায়ণ কে মাথায় রেখে ভারতে তৈরী হবে ‘ হনুমান সেতু ‘! জানেন কি

রামমন্দিরের ভূমিপুজো তো হল, এবার রামায়ণ কে মাথায় রেখে ভারতে তৈরী হবে ‘ হনুমান সেতু ‘! জানেন কি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দু শাস্ত্রে রামায়ণ পবিত্র গ্রন্থ। এর কাহিনি মানুষের জীবনকে নানা ভাবে প্রভাবিত করে। রামায়ণ এর হনুমানের প্রভুভক্তির কথা কে না জানে। রাবন যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, তখন হনুমান সাগরে রাম নাম লেখা পাথর ভাসিয়ে সেতু বানিয়ে রামকে নিয়ে গেছিলেন সেখানে। আর ফিরিয়ে এনেছিলেন সীতা মাকে।

সম্প্রতি শোনা যাচ্ছে সেই সেতু পুনরায় নির্মাণের উদ্যোগ নিতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা সরকার। আগেও শ্রীলঙ্কা থেকে এমন প্রস্তাব এলেও তা ফলপ্রসূ হয়নি তখন। দিল্লিতে UPA সরকার আর শ্রীলঙ্কার গৃহযুদ্ধের টানাপোড়েনে সফল হয়নি সেই স্বপ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এখন সেই পরিস্থিতি আর নেই। দিল্লিতে এসেছে মোদী সরকার। তাই এবার সেই স্বপ্নের পূরণ হতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে ভারত মহাসাগরের পক্ প্রণালীর ওপর তৈরী করা হবে এই সেতু। দৈর্ঘ্যে যা হবে ১৯ মাইল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৫০০ কোটি টাকার সাহায্য পাওয়া যাবে বলেও জানা গেছে।

রফতানি বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ ভারতের বন্দরগুলোতে সবসময়ই চাপ থাকে। সেক্ষেত্রে অনেক সময়ই কলম্বো বন্দর ব্যবহার করতে হয়। তবে এই সেতু তৈরী হলে শ্রীলঙ্কার সঙ্গে শুধু ব্যবসা বাণিজ্যে নয়, অভ্যন্তরীণ সংযোগ ব্যবস্থাও অনেক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!