এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়ের প্রস্থানে তৃণমূলে বদলাচ্ছে সমীকরণ, এককালের ব্রাত্যরা পাচ্ছেন বিশেষ সম্মান

মুকুল রায়ের প্রস্থানে তৃণমূলে বদলাচ্ছে সমীকরণ, এককালের ব্রাত্যরা পাচ্ছেন বিশেষ সম্মান


এক কালের দুই নাম্বার মুকুল রায় আর দলে নেই তিনি এখন দল বদলে তৃণমূল ছেড়ে বিজেপিতে। আর তার যাবার কয়েক মাস পরেই ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী যিনি এককালে কাকতালীয়ভাবে ব্রাত্য হয়ে গিয়েছিলেন আবার ঠিক সেই কাকতালীয়ভাবেই দলে স্বমর্যাদায় ফিরে এলেন।সেরা সাংসদের তকমা পেলেন আর আবার দিল্লির মুখ হয়ে উঠলেন তৃণমূল নেত্রীর নির্দেশে।মুম্বই ও দিল্লিতে তাঁকেই দলের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন নেত্রী। তাছাড়া শারদ পাওয়ার ও যশবন্ত সিনহার সভায় তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসর মুখ।দলের সাংসদ হিসেবে সংসদের বাজেট সংক্রান্ত আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন দীনেশ ত্রিবেদী। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন দীনেশ ত্রিবেদীকে। কিন্তু রেল বাজেটের সময় নেত্রীর নির্দেশ অমান্য করে যাত্রী ভাড়া বাড়িয়েছিলেন যার ফলে নেত্রীর কেউ নজরে পরে যান পদত্যাগ করেন তিনি। তার পর নেত্রীর নির্দেশে মুকুল রায় রেলমন্ত্রী হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!