এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমফানের জেরে ব্যাহত জনজীবন, স্বব্ধ বিদ্যুৎ থেকে ইন্টারনেট পরিষেবা

আমফানের জেরে ব্যাহত জনজীবন, স্বব্ধ বিদ্যুৎ থেকে ইন্টারনেট পরিষেবা


আমফান এর জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। কতদিনে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে সন্ধিহান রাজ্যের মানুষ সমেত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীও। বুধবার রাতে আমফানের তাণ্ডবের পর বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন। কলকাতার বহু জায়গাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি এদিন দুপুরেও। এছাড়াও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, “ধ্বংসস্তুপের মধ্যে কার্যত বাংলা দাঁড়িয়ে আছে। বাংলার বেশিরভাগে জায়গায় জল বিদ্যুতের পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যা সারাতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। করোনার মধ্যে এমন পরিস্থিতি নিঃসন্দেহে মারাত্মক বাংলার জন্য।”

এই নিয়ে রাজ্যে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আয়লা, ফনির থেকে ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক ছিল আমফান। ফনির চেয়ে ১০ গুণ বেশি ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় কারও পক্ষে প্রতিহত করা সম্ভব নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, বুধবার রাতের পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জায়গায় জায়গায় গাছ পড়ে রয়েছে। পরে রয়েছে বিদ্যুতের ভাঙা খুঁটি যার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এমন কী কলকাতার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন। নেই মোবাইল ইন্টারনেট ব্যবস্থাও। মোবাইলেও টাওয়ার এর অসুবিধা হচ্ছে। কোথাও ফোন যাচ্ছে না। বেশিরভাগ জায়গায় বলছে নোট রিচেবল। অনেক জায়গাতেই ফোন করলে, উত্তর আসছে মোবাইলের সুইচ অফ। স্বাভাবিকভাবেই মানুষজন বিপদে থাকলেও পরিষেবা না পাওয়ায় আরো বেশি করে বাড়ছে আতঙ্ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!