বোমাবাজি,লুটপাট উত্তাল মুর্শিদাবাদের সুতি,অভিযোগের তীর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে রাজ্য December 12, 2017 বোমাবাজি ও লুটপাটের ঘটনায় উত্তাল মুর্শিদাবাদের সুতি। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেল থেকে শুরু হয়েছে বোমাবাজি,এছাড়াও রাত্রে ১১টি বাড়ি ও ৮টি দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা।ভয়ে ঘর থেকে বেরোচ্ছেন না মানুষ। বোমাবাজি ও লুঠপাঠ সারারাত চলে বলেও অভিযোগ। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ অবশ্য তৃণমূলের দিকে তাদের মতে আদি তৃণমূল ও নয়া তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যেই এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। যদিও তৃণমূলের তরফথেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -