এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিরোধী গোষ্ঠীর মারে হাসপাতালে নেতা

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিরোধী গোষ্ঠীর মারে হাসপাতালে নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই রাজ্যে। রাজ্যের সব কয়টি রাজনৈতিক দল একুশের বিধানসভা নির্বাচনের মঞ্চে নামার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এরই মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এর মধ্যে। তৃণমূল শিবিরের নিয়মিত গোষ্ঠীদ্বন্দ্বের খবর বর্তমানে সংবাদ শিরোনামে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষত উত্তরবঙ্গের মাটিতে তৃণমূল শিবিরের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমাগত প্রকট হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ পুনরুদ্ধারে ইতিমধ্যেই নেমেছে তৃণমূল শিবির।

তবে তা কতদূর সফল হবে গোষ্ঠী সংঘর্ষের নিরিখে, তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। সম্প্রতি দিনহাটায় আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সূত্রের খবর, পঞ্চায়েত প্রধানের অনুগামীরা পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত ব্যক্তি। এই ঘটনায় এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশএই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত কোচবিহারের দিনহাটা পুঁটিমারী পঞ্চায়েতের সদস্য রহিমা বিবি। দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করছেন, তাঁর এলাকার যাবতীয় কাজের ক্ষেত্রে বাধা দান করছেন পঞ্চায়েত প্রধান সাহানা পরভিন।

উন্নয়নমূলক কাজের জন্য কাটমানি দাবি করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল প্রধান মমতা ব্যানার্জ্জী কাটমানি নিয়ে এর আগে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তাতেও যে অবস্থার বিশেষ ফারাক হয়নি ত্তা পরিষ্কার। এইসব অনৈতিক কান্ডকারখানার অভিযোগে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে গেলে সোমবার সন্ধ্যায় পঞ্চায়েত সদস্য রহিমা বিবির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা আদম হোসেনের সঙ্গে তীব্র বচসা শুরু হয় পঞ্চায়েত প্রধান সাহানা পরভীনের সঙ্গে। এরপর স্থানীয় তৃণমূল নেতা আদম হোসেনকে ব্যাপক আকারের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান সাহানা পরভীন ও তাঁর অনুচরদের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গুরুতর আহত অবস্থায় তৃণমূল নেতা আদম হোসেনকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। ঘটনা প্রসঙ্গে আহত তৃণমূল নেতা তথা রহিমা বিবির স্বামী আদম হোসেন জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানের অনৈতিক কাজ নিয়ে প্রশ্ন তোলায় বচসা শুরু হয় এবং মারধর করা হয় তাঁকে। তবে এখনো পর্যন্ত এ প্রসঙ্গে বিন্দুমাত্র মুখ খোলেননি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। বিশেষজ্ঞদের মতে, কোচবিহারের শাসকদলের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে একাধিকবার প্রকাশ্যে এসেছে শাসকদলের গোষ্ঠীকোন্দল। এমনকি একই দলের দুই শিবিরের মধ্যে চলছে গুলি, বোমাবাজি। গোষ্ঠীদ্বন্দ্বের তীব্র প্রভাব পড়ছে জেলা নেতৃত্ত্বের মধ্যেও।

বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক শিবিরের অভ্যন্তরের অন্তর্দ্বন্দ্ব ক্রমাগত প্রকট হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে করা হচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে শাসক শিবিরে ব্যাপক আকারে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে চলেছে তা বন্ধ করতে না পারলে কিন্তু আগামী দিনে চরম বিপর্যয়ের মুখে পড়বে শাসকদল তৃণমূল। এবং বলাই বাহুল্য, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ অবধারিতভাবে রাজ্যে বিরোধী দলগুলি অবশ্যই নেবে। মূলত উত্তরবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য তৃণমূল নেতৃত্ব।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!