এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চারটি পুরনিগমের ভোটার তালিকা প্রকাশ তৃণমূলের, কারা নামছেন তৃণমূলের হয়ে লড়াইতে? জেনে নিন

চারটি পুরনিগমের ভোটার তালিকা প্রকাশ তৃণমূলের, কারা নামছেন তৃণমূলের হয়ে লড়াইতে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরসভার নির্বাচনের পর এবার সামনে রাজ্যসভার নির্বাচন। তার মধ্যে আগামী 22 শে জানুয়ারি প্রথম চারটি পুরনিগমের নির্বাচন হওয়ার কথা। যদিও রাজ্যের করোনা পরিস্থিতিতে নির্বাচন কতটা সঠিক, তা নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। কিন্তু তার মধ্যেই আগামী 4 টি পুর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের অন্যান্য হেভিওয়েটরা বৈঠকে বসেছিলেন। দীর্ঘ বৈঠকের পর তালিকা প্রকাশ পেয়েছে।

অন্যদিকে তৃণমূলের তালিকা প্রকাশের পর কার্যত দেখা যাচ্ছে, শিলিগুড়ি পুরনিগমের ক্ষেত্রে তাঁরাই ভোটের টিকিট পেয়েছেন, যাদের মধ্যে অনেকেই অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক বসে তৃণমূল শিবিরের। আর সেই মিটিং শেষ হবার পর বাইরে বেরিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, চারটি পুরনিগমের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। দেখা যাক, তালিকা অনুযায়ী কে কোন ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ড থেকে লড়াইতে নামছেন তৃণোমূলের পুরোনো সেনা গৌতম দেব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। কিন্তু গত পুরভোট থেকে এই 17 নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে গিয়েছে। বিজেপির তরফ থেকেও শিলিগুড়ি পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে, 24 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির বিধায়ক শংকর ঘোষকে প্রার্থী করেছে তাঁরা। খুব স্বাভাবিকভাবেই শংকর ঘোষের বিপরীতে তৃণমূল কাকে দাঁড় করায়, সেটা প্রথম থেকেই ছিল আলোচ্য বিষয়। কিন্তু ওই ওয়ার্ডে লড়াই করছেন তৃণমূলের পুরনো সেনা প্রতুল চক্রবর্তী।

6 নম্বর ওয়ার্ডে বামেরা প্রার্থী করছে অশোক ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন মহম্মদ আলম। এছাড়াও শিলিগুড়ি পুরনিগমের বহু পুরনো সেনা লড়াইতে নামছেন আবার। তবে তৃণমূলে নতুন যারা যোগদান করেছেন, তাঁরাও এবারের লড়াইতে অংশ নিচ্ছেন। 22 শে জানুয়ারি চারটি পুরনিগমের ভোটের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর এবার শুরু প্রচার পর্বের। সেক্ষেত্রে কলকাতা পুরসভা নির্বাচনের পর এবার বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ। দেখা যাক, বিজেপি এবারের চ্যালেঞ্জ জেতে নাকি তৃণমূল প্রত্যেক বারের মতো এবারেও একই রকমভাবে জয় পায়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!