এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার পাশাপাশি বাড়লো ওমিক্রণ আক্রান্তের সংখ্যা, চরম উদ্বেগে চিকিৎসকরা

করোনার পাশাপাশি বাড়লো ওমিক্রণ আক্রান্তের সংখ্যা, চরম উদ্বেগে চিকিৎসকরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সময় যত যাচ্ছে, ওমিক্রণ ক্রমশ তার থাবা চওড়া করছে। গতকাল ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল পাঁচজনের। আর এবার আরও পাঁচজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের দেখা মিলল। কার্যত করোনার সাথে সাথে ওমিক্রন যেভাবে বেড়ে চলেছে রাজ্যজুড়ে, তাতে ক্রমাগত উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এই মুহূর্তে রাজ্যে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। বিদেশ থেকে আসা  ছয় জনের নমুনা পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য, আর সেই পরীক্ষাতেই জানা গেছে 6 জনের মধ্যে 5 জনেরই ওমিক্রণ হয়েছে।

যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বর্তমানে প্রত্যেকেরই চিকিৎসা চলছে। অন্যদিকে সারা বিশ্বের সাথে সাথে যেভাবে বাংলাতেও ওমিক্রণ আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, তা যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যে বৃহস্পতিবার এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বিদেশ থেকে আসা বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা জারির কথা। তারপর বৈদেশিক বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের তরফ থেকেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ওমিক্রন আটকাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি শুধু ওমিক্রনই না, করোনা যেভাবে মাত্রাছাড়া হারে বাড়তে শুরু করেছে তা নিয়েও দুশ্চিন্তা অব্যাহত। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ওমিক্রণ আসলে ডেল্টার থেকেও বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। আর তাই করোনার প্রথম বা দ্বিতীয় ঢেউয়ে যত মানুষ আক্রান্ত হয়েছিলেন, এবার হয়তো সেই সংখ্যা বহুগুণে বাড়তে পারে। আর তাই কলকাতাসহ গোটা রাজ্যের সমস্ত কোভিড হাসপাতাল এবং সেফ হোমগুলোকে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যকর্মী, চিকিৎসক যারা করোনার চিকিৎসা করছিলেন, তাঁদেরকে আবার ডিউটিতে ফিরিয়ে আনার চিন্তা-ভাবনা করা হচ্ছে। একইসাথে করোনার ওষুধ এবং অক্সিজেন মজুত রাখা হচ্ছে নিয়মিত। সবমিলিয়ে করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে চলার পাশাপাশি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া কিন্তু গোষ্ঠী সংক্রমণের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই বারবার চিকিৎসক ও বিশেষজ্ঞরা কড়া বিধিনিষেধ মেনে চলার আবেদন করছেন সাধারণ মানুষের কাছে। আপাতত বাংলার করোনা পরিস্থিতি সামাল দিতে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেদিকে চোখ থাকছে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!