এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আবারও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবাহাওয়া দপ্তর, উদ্বেগ বাড়ছে

আবারও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবাহাওয়া দপ্তর, উদ্বেগ বাড়ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও বৃষ্টির হাতছানি। সপ্তাহান্তে রাজ্যে আবারো দুর্যোগ আসবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিগত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকলেও ক্রমাগত তাপমাত্রার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল। ফলস্বরূপ প্যাচপ্যাচে গরমে অতিষ্ঠ হতে হচ্ছিল সবাইকে। সেক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলা গেল। কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে আমজনতাকেই সবথেকে বেশি বিপর্যয়ের মোকাবিলা করতে হয়। জানা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কার্যত বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই আবহাওয়া পরিবর্তন।

অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে নদীর জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলস্বরূপ দেখা দিতে পারে প্লাবন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে গরম যেমন বাড়ছে, তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়ে চলেছে। গত বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্প ছিল 92%। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানা যায়। অন্যদিকে, বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পেছনের কারণ জানা যাচ্ছে, গুজরাটের সৌরাষ্ট্র থেকে কচ্ছ এলাকার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটি বিশাখাপত্তনমের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে আসামে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলস্বরূপ, শনিবার থেকে বাংলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। পাশাপাশি রবিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ পাঁচটি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। সপ্তাহান্তে তা অতি ভারী বৃষ্টির রূপ নেবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতেও আগামী চার পাঁচ দিন ব্যাপক বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

পূর্ব ও উত্তর ভারতে শনি রবিবার বৃষ্টি বাড়বে বলে খবর। পাশাপাশি দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা আছে। সব মিলিয়ে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ক্রমাগত প্রবল বৃষ্টির আশঙ্কা তীব্রতর হচ্ছে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়ামাত্রই রাজ্য সরকার তৎপরতা গ্রহণ করছে বলে জানা যাচ্ছে। নতুন করে যাতে সমস্যা না তৈরি হয় সেদিকে নজর রাখা হচ্ছে। কিন্তু অতিবৃষ্টি হলে কোনভাবেই পরিস্থিতি সামলানো যাবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত দিনে অতিবৃষ্টির ভয়াবহতার ছবিতেই তা স্পষ্ট।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!