পর্দাফাঁস! বাংলায় থেকে জঙ্গিদের টাকা পাঠানোর মধ্যমণি গ্রেপ্তার, চাঞ্চল্য রাজ্যে! নদীয়া-২৪ পরগনা রাজ্য July 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি খাস কলকাতার হরিদেবপুর এলাকা থেকে তিন জেএমবিএ জঙ্গি গ্রেপ্তার হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাংলা যে ধীরে ধীরে জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, সেই ব্যাপারে দাবি করতে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে তিন জেএমবিএ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তা কলকাতা পুলিশের বড় সাফল্য বলে বড়াই করতে দেখা যায় প্রশাসনকে। কিন্তু এর মাঝেই আরও এক জেএমবি জঙ্গিদের লিঙ্কম্যানের হদিস পাওয়া গেল উত্তর 24 পরগনার বারাসাত থেকে। যেখানে জেএমবিএ জঙ্গিদের টাকা-পয়সার জোগান দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা রাজ্যজুড়ে। একের পর এক জঙ্গী যেভাবে বাংলা থেকে গ্রেফতার হতে শুরু করেছেন, তাতে বিরোধীদের অভিযোগ কি সত্যি? এখন সেই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। সূত্রের খবর, এদিন উত্তর 24 পরগনার বারাসাত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাহুল সেন নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, এই রাহুল সেন জেএমবিএ জঙ্গিদের টাকা পয়সা পাঠিয়ে দিত। এক্ষেত্রে বিদেশ থেকে আসা টাকা তার মাধ্যমেই পৌঁছে যেত জঙ্গিদের কাছে। অর্থাৎ বাংলায় থেকে এইরকম একজন ব্যক্তি খাস কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে যেভাবে জঙ্গিদের টাকা পয়সা দিয়ে সাহায্য করত, তাতে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে তদন্তকারীদের। অনেকেরই আশঙ্কা, এই রকম আরও অনেকে রাজ্যজুড়ে লুকিয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবেই বারাসাত থেকে এক লিঙ্কম্যান গ্রেপ্তার হতেই তাকে জেরা করে এখন তদন্তের আরও গভীরে ঢুকতে চাইছেন তদন্তকারীরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বলা বাহুল্য, এর আগে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলার সঙ্গে যে জঙ্গিদের একটা যোগ রয়েছে, সেই তথ্য উঠে এসেছে। যাকে হাতিয়ার করে বারবার সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর সম্প্রতি কলকাতার বুক থেকে তিন জেএমবিএ জঙ্গি গ্রেপ্তার হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে একধাপ এগিয়ে এবার যেভাবে জঙ্গিদের টাকা পয়সা দিয়ে সাহায্য করা এক লিঙ্কম্যান গ্রেপ্তার হলেন, তাতে বাংলা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে তদন্তকারীদের। এক্ষেত্রে ধৃত এই রাহুল সেনকে জেরা করে তার কাছ থেকে আরও কোনো বিস্ফোরক তথ্য পাওয়া যায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -