এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু- অভিষেক লড়াইয়ে আদালতে ধাক্কা শুভেন্দুর

শুভেন্দু- অভিষেক লড়াইয়ে আদালতে ধাক্কা শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী বারবার সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একাধিকবার নাম না করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিরূপ মন্তব্য তাঁর সম্মানহানি করছে, তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করছে। তাই এ ধরনের বক্তব্য রাখা থেকে শুভেন্দু অধিকারীকে আদালত স্থগিতাদেশ দিক।

এ বিষয়ে বর্ধমানের সিভিল জজ কোর্টে আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করা থেকে সাময়িক স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এরপর শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। তবে নোটিস পাবার ৭ দিনের মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে কেন সাময়িক স্থগিতাদেশ মেনে নেন নি শুভেন্দু অধিকারী ?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সে ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলো আদালত। এ বিষয়ে কৈফিয়ত্‍ তলব করেছেন আদালতের বিচারক। তবে, এ বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ কেন দ্রুত প্রয়েজন, তা অবশ্য প্রমাণ করতে পারেননি আবেদনকারী। আগামী ১১ ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। ইতিপূর্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে ছিলেন। তাঁকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন। তবে, সে বিষয়ে কর্ণপাত করেন নি শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকে সরাসরি অভিষেকের নাম না নিয়েও তাঁর তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সভায় ও ইলেকট্রনিক মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর ফলে জনমনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। তিনি দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে সমস্ত মন্তব্য করা হয়েছে, তার কোন প্রমাণ নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করতেই এ ধরনের মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন এ ধরনের ভিত্তিহীন, কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত, আপত্তিকর মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে কলংকিত করছে। ভোটারদের প্রভাবিত করতে এমন ধরনের তথ্য হীন কাল্পনিক মন্তব্য করছেন তিনি। তাই শুভেন্দু অধিকারীকে এধরনের মন্তব্য করা থেকে বিরত রাখতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার আবেদন জানিয়ে ছিলেন তিনি বর্ধমানের সিভিল জজ সিনিয়র ডিভিশন (ফার্স্ট কোর্ট) আদালতে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!