এখন পড়ছেন
হোম > রাজনীতি > গণনায় ভোট লুট, ফের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! বিজ্ঞপ্তি জারি কমিশনের!

গণনায় ভোট লুট, ফের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! বিজ্ঞপ্তি জারি কমিশনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে পরিমাণ হিংসা এবং গণনা কেন্দ্রে পর্যন্ত কারচুপি হয়েছে, তা নিয়ে সোচ্চার বিরোধীরা। তাদের দাবি, নতুন করে হোক পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী দলগুলো। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফের পঞ্চায়েত নির্বাচনের জন্য জারি করা হলো বিজ্ঞপ্তি। তবে গোটা রাজ্যে নয়, সাঁকরাইলের 15 টি এবং সিঙ্গুরের 1 টি বুথে ফের নির্বাচন হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয়, সাঁকরাইলের 15 টি বুথে এবং সিঙ্গুরের 1 টি বুথে পুনঃনির্বাচন হবে। কিন্তু কেন হঠাৎ করে আবার নির্বাচন হচ্ছে! জানা গিয়েছে, এখানে গণনার সময় ভোট লুটের অভিযোগ উঠেছিল এক তৃনমূল নেত্রীর বিরুদ্ধে। আর সেই কারণেই স্বচ্ছতা বজায় রাখতে আবার নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিরোধীদের দাবি, শুধু এই দুই জায়গায় পুনর্নির্বাচন করিয়ে আইওয়াশ করলে হবে না। গোটা রাজ্যে এরকম প্রচুর জায়গায় ভোট লুট করা হয়েছে। গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে। তাই সেই সমস্ত জায়গাতেও নির্বাচন করা উচিত কমিশনের। কিন্তু এই কমিশন তা করবে না। শুধুমাত্র মুখ রক্ষা করতে এবং আদালতে যেহেতু এই বিষয় নিয়ে বিরোধীরা পৌঁছে গিয়েছে, তাই নিজেদের স্বচ্ছতা বজায় রাখতেই এই নির্বাচন করিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে রাজ্য নির্বাচন কমিশন বলেই দাবি বিরোধী দলগুলোর।

পর্যবেক্ষকদের মতে, ভোটকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই কেন্দ্রীয় বাহিনীকে অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে স্থানীয় পুলিশ প্রশাসন ব্যবহার করেছে নিজেদের ইচ্ছেমত। আর সেই কারণেই গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে শাসকদলের দুষ্কৃতীদের মদতে। যার ফলে ভোট যেমন শান্তিপূর্ণ হয়নি, ঠিক তেমনই গণনাতেও যে সমস্ত জায়গায় বিরোধীরা জিতেছে, তাদের ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে।

আর এই পরিস্থিতিতে শুধুমাত্র দুটি জায়গায় পুনঃনির্বাচন করা হলেও, বিরোধীরা তাতে মোটেই খুশি নয়। তাদের দাবি, সব জায়গাতেই করতে হবে এই নির্বাচন। তবে পঞ্চায়েত ভোটে প্রহসনের বিষয় নিয়ে যেভাবে বিরোধীরা আদালতে পৌঁছে গিয়েছে, তাতে আগামী দিনে আদালত সেই বিষয়ে কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!