এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে জিতেও হারলেন শুভেন্দু, ‘অধিকারী’ নয়, আধিপত্য বজায় রইল তৃণমূলের!

নন্দীগ্রামে জিতেও হারলেন শুভেন্দু, ‘অধিকারী’ নয়, আধিপত্য বজায় রইল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে জনপ্রিয়তম নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে দিয়েছেন তিনি। কথা দিয়ে কথা রাখতে সক্ষম হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সব আসন বিজেপির দখলে থাকবে বলেও জানিয়ে দিয়েছিলেন তৃণমূল থেকে বিজেপিতে আসা এই নেতা।

তবে নিজে নন্দীগ্রামে জয়লাভ করলেও, পূর্ব মেদিনীপুরের সিংহভাগ আসনে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পরাজিত হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটবাক্সে প্রমাণ করে দিলেন, অধিকারী নয়। পূর্ব মেদিনীপুর তৃণমূলের দখলেই রয়েছে। মূলত, পূর্ব মেদিনীপুর জেলার 16 টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল 10 টি আসনে জয়লাভ করেছে।

স্বাভাবিক ভাবেই যে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের সমীকরণ পাল্টে দিয়ে বিজেপির দখলে অনেক আসন নিয়ে আসবেন বলে মনে করা হয়েছিল, নন্দীগ্রামে জিতলেও সেই শুভেন্দু অধিকারীকে কার্যত একঘরে করে দিতে সক্ষম হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের সবকটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচনে সেই সময় তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারীর প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। যার ফলে এই জেলার তিনটি আসনে জয়লাভ করেছিল বামেরা। কিন্তু এবার অধিকারীরা যে পূর্ব মেদিনীপুরের শেষ কথা বলে না, তা প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস। যেখানে পূর্ব মেদিনীপুর জেলার 16 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল দখল করেছে 10 টি বিধানসভা কেন্দ্র এবং বিজেপির দখলে এসেছে 6 টি বিধানসভা কেন্দ্র।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, মুখে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছিলেন। এমনকি প্রত্যেক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মেদিনীপুর একাই দেখে নেবেন বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বাস্তবে ফলাফল উল্টো হয়েছে। অধিকারী পরিবারকে ছাড়াও তৃণমূল যে ভালো ফলাফল করতে পারে, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে গেছে। যার ফলে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়লাভ করলেও, মেদিনীপুর নিয়ে তার করা চ্যালেঞ্জ যে কার্যত ধোপে টিকল না, তা বলাই যায়। সব মিলিয়ে ব্যক্তিগতভাবে লড়াইয়ে জিতে গেলেও নিজের গড় রক্ষার লড়াইয়ে কার্যত তৃণমূলের কাছে পরাজিত হয়ে গেলেন শুভেন্দু অধিকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!