এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “খুব বড় লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লক্ষ্যে পৌঁছতে পারেনি। হয়তো সাধারণ মানুষ এটাই চেয়েছে” – জানালেন বিজেপির রাজ্য সভাপতি

“খুব বড় লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লক্ষ্যে পৌঁছতে পারেনি। হয়তো সাধারণ মানুষ এটাই চেয়েছে” – জানালেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লক্ষ্যে পৌঁছবার অনেক আগেই থেমে গেল গৈরিক রথের চাকা। ২০০ আসন দূরস্থ ৮০ র গন্ডি অতিক্রম করাও সম্ভব হলো না বিজেপির। তীব্র হতাশার চিত্র গেরুয়া শিবিরে। এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আত্মসমালোচনার সুর ঝরে পড়ল রাজ্য সভাপতির কণ্ঠে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, খুব বড় লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন তাঁরা, লক্ষ্যে তাঁরা পৌঁছাতে পারেননি। হয়তো এটাই চেয়েছিলেন সাধারণ মানুষ। তাঁরা বিরোধী দল হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেন। সরকারকে সঠিক পথে চালিয়ে মানুষের সমস্যা নিয়ে আন্দোলন করেন।

বিধানসভা নির্বাচনে বিজেপির একের পর এক হেভিওয়েট পরাস্ত হলেন। যাদের মধ্যে রয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত বেশ কিছু বিশিষ্ট। বহু তৃণমূলের হেভিওয়েট যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু সাফল্য সেভাবে আসেনি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, হতে পারে মানুষ এটা ভালোভাবে গ্রহণ করেন নি। বিজেপির জেতার সম্ভাবনা ছিল, তাই হয়তো তাঁরা এসেছিলেন বিজেপিতে, সে কারণে মানুষ বিষয়টি ভালোভাবে নেননি। বাংলা রাজনীতিতে যা একটা শিক্ষা হয়ে থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, তাঁদের যিনি প্রতিপক্ষ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অনেক লড়াই করেছেন। একবারে তিনি সফল হননি। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পার্টিকর্মীদের নিয়ে তিনি লড়াই করেছেন। তিনি জানালেন, যার নামে নির্বাচনে লড়াই করা হয়েছে, তিনিই হেরে গেছেন। অথচ তাঁর দল জিতেছে, এটাও ঐতিহাসিক হলো। গণতন্ত্রের এই বিচিত্র গতি সকলকে দেখতে হল। সামগ্রিকভাবে মানুষ সংকেত দিয়েছেন যে, তাঁর কাজে তাঁরা খুশি নন, না হলে ৫০ হাজার ভোটে তাঁকে মানুষ জেতাতেন। তাঁর ঐতিহাসিক জিত হত, সরকারে আসার পরও মানুষ তাঁকে সতর্ক করে দিলেন।

অন্যদিকে, রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানালেন যে, তাঁদের ইচ্ছে ছিল বাংলায় ক্ষমতায় আসার। কিন্তু তা সম্ভব হলো না। তবে, বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাঁরা। তিনি জানালেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন তাঁরা। মানুষের কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ সরকার গ্রহণ করবে, তাতে তাঁরা সহযোগিতা করবেন। আগামী দিনের করোনা যুদ্ধে তাঁরা সরকারের সঙ্গে থাকবেন। রাজ্য সরকার, কেন্দ্র সরকার একযোগে সকলে একত্রে কাজ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!