এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কয়লা কাণ্ডে সিবিআইয়ের তলব লালা ঘনিষ্ঠ হেভিওয়েট পুলিশ কর্তাকে

কয়লা কাণ্ডে সিবিআইয়ের তলব লালা ঘনিষ্ঠ হেভিওয়েট পুলিশ কর্তাকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি জোর কদমে চলছে কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডের তদন্ত। একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। কয়লা, গরু পাচার কাণ্ডের সঙ্গে যাদেরই জড়িত থাকার তথ্য সামনে আসছে, তাদেরকেই দ্রুত তলব করেছে সিবিআই। সম্প্রতি, কয়লা কাণ্ডে সিবিআই এর নোটিশ দেওয়া হয়েছে ব্যবসায়ী অমিত আগরওয়ালকে। কয়লা পাচারের মূল চক্রী লালার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়াও অন্ডাল থানার প্রাক্তন আইসিকেও তলব করলো সিবিআই। আজ নিজাম প্যালেসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

গোয়েন্দাদের অভিযোগ, ব্যবসায়ী অমিত আগরওয়ালের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল লালর। লালার কাছ থেকে যিনি ব্যবসার কাজে বিপুল হারে কয়লা কিনেছেন। অমিত আগরওয়াল লালার থেকে কম দামে কয়লা কিনে, নিজের কোম্পানিতে ব্যবহার করেছেন। তাঁর এই কাজে সাহায্য করতেন অন্ডাল থানার প্রাক্তন আইসি। গোয়েন্দাদের অভিযোগ, তিনি ছাড়াও, আরও কয়েকজন পুলিশ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন। এ কারণেই আজ দুজনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ তাঁদের জেরা হতে চলেছে। সম্প্রতি কয়লা কাণ্ডে সিবিআই ও ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে। যদিও কয়লা কাণ্ডের মূল লালা ও গরু পাচারের সঙ্গে যুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখনো পর্যন্ত ফেরার। সম্প্রতি বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ইডি। গোয়েন্দাদের তদন্তে কয়লা পাচারে বহু ব্যবসায়ী ও পুলিশ কর্তার নাম উঠে এসেছে।

জানা গেছে লালা ও বিনয় মিশ্রের সঙ্গে এদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। বহু পুলিশ কর্তার এই কারবারের সঙ্গে যোগাযোগ ছিল। সিবিআই সূত্রর খবর, একাধিক পুলিশের মাধ্যমে কয়লা ও গরু পাচারের টাকা প্রভাবশালীদের কাছে পৌছানো হত। এবার এই বিষয়ে দ্রুত তদন্ত করতেই একের পর এক পুলিশ অফিসারকে সিবিআই তলব করছে। অনেকেই জেরার সম্মুখীন হয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!