এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তিন দিন ধরে তল্লাশি, ভাইকে নিয়ে জেরবার মন্ত্রী! দুশ্চিন্তায় স্বয়ং মমতাও?

তিন দিন ধরে তল্লাশি, ভাইকে নিয়ে জেরবার মন্ত্রী! দুশ্চিন্তায় স্বয়ং মমতাও?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দিল্লিতে অরবিন্দ কেজরি ওয়ালকে নিয়ে যে পদক্ষেপ কেন্দ্রীয় সংস্থা নিয়েছে, তারপর টেনশনেরও বাড়তে শুরু করেছে এই রাজ্যের শাসকদলের মধ্যে। একের পর এক দুর্নীতির ঘটনায় তাদের অনেক নেতা, মন্ত্রী বর্তমানে জেলে রয়েছেন। মূল মাথা কবে গ্রেফতার হবেন, সেই প্রশ্ন রাজ্য জুড়ে উঠছে। আর তার মধ্যেই তিন দিন ধরে রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যে আয়কর তল্লাশি চলছে, সেই বিষয়টি প্রবল চিন্তায় রাখছে এই রাজ্যের শাসক দলকে। একে দিল্লির ঘটনা, তার মধ্যে তিন দিন ধরে একজনের বাড়িতে তল্লাশি, বর্তমান সময়ের রীতিমত হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে তৃণমূলের নেতা-নেত্রীদের মধ্যে কিন্তু এতদিন পর্যন্ত কি তল্লাশি হচ্ছে! আদৌ কি তল্লাশি শেষে বড় কোনো পদক্ষেপ হবে! নাকি খালি হাতেই বেরিয়ে আসবে আয়কর দপ্তর?

প্রসঙ্গত, তিন দিন আগে আয়কর দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি। তারপর ভেতরে প্রবেশ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে তল্লাশি চলে। কিন্তু রাত শেষেও আধিকারিক দের বেরোতে দেখা যায়নি। আজকে প্রায় তিন দিন হয়ে গেল, এখনও পর্যন্ত আয়কর দপ্তর এবং তাদের আধিকারিকরা সেই বাড়িতেই রয়েছেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর ভাইকে জেরা করছেন। আর গোটা বাড়ির বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিকভাবেই এত সময় ধরে এর আগে দুর্নীতির ঘটনায় কোনো হেভিওয়েটের বাড়িতে এত সময় ধরে এজেন্সিকে থাকতে দেখা যায়নি। তবে আয়কর দপ্তরের এই পদক্ষেপ চিন্তা বাড়াচ্ছে সকলের মধ্যেই। এমনকি স্বরূপ বিশ্বাস মন্ত্রীর ভাই হওয়ার কারণে তিনি তৃণমূলের সঙ্গেও জড়িত। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে যদি শেষ পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেয় আয়কর দপ্তর, তাহলে অনেক ভান্ডা ফোড় হয়ে যেতে পারে। আর যার প্রভাবে তৃণমূলের গলার কাঁটা তাদের প্রকট যন্ত্রণার কারণ হবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই দিল্লির ঘটনার পরে অত্যন্ত চাপে রয়েছেন। তিনি বুঝতে পারছেন যে, দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। আর কেন্দ্রীয় এজেন্সি কারও কথা মত চলে না। তাই এক্ষেত্রে সেটিং করেও লাভের লাভ কিছুই হবে না। ফলে লোকসভা নির্বাচনের মুখে দিল্লির পর যখন বাংলায় এক মন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এবং আর এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে বিগত তিনদিন ধরে রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা, তারা তল্লাশি করছেন, তাতে জেরবার এই রাজ্যের শাসক দল। শেষ পর্যন্ত কখনই তদন্ত শেষ হয় এবং তারপর আয়কর দপ্তরের পদক্ষেপ কি হয়, তার দিকে অবশ্যই সকলের নজর রয়েছে। তবে এই গোটা ঘটনা নিয়ে প্রবল চিন্তায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখে হয়ত তারা কিছুই বলছেন না। কিন্তু টেনশন যে ক্রমশ বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!