এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিমানী হয়েও প্রচারে মৌসম! তৃণমূলের বিরুদ্ধেই খেলা হবে না তো? পাল্টা বিজেপি!

অভিমানী হয়েও প্রচারে মৌসম! তৃণমূলের বিরুদ্ধেই খেলা হবে না তো? পাল্টা বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নানা মহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চোখে পড়ছে। কেউ নিজেদের অভিমান চেপে রাখতে না পেরে অন্য দলে যোগদান করছে, আবার কেউ বা দলে থেকেই নিজেদের রাগের কথা বলতে শুরু করেছেন। কিন্তু যারা দলে থাকছেন এবং নিজেদের টিকিট না পাওয়ার যে যন্ত্রনা, সেটাকে চেপে রাখতে না পেরে প্রকাশ্যে বলে দিচ্ছেন, তা নিয়ে তৃণমূলের মাথাব্যথা শুরু হয়েছে। এবার তৃণমূলের নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন মালদার মৌসম বেনজীর নূর। তিনি যে কথা বললেন, তারপর প্রশ্ন উঠছে যে, দল থেকে বেরিয়ে গেলে এক কথা, কিন্তু দলে থেকে যদি কেউ রাগ মনে চেপে রাখে, তাহলে তার বহিঃপ্রকাশ আবার ভোটবাক্সে হবে না তো? যে তৃণমূল এতদিন খেলা হবে, খেলা হবে বলে স্লোগান দিত, এবার ভোটে তাদের দলের নেতারাই তাদের বিরুদ্ধে খেলে দেবে না তো? কিন্তু কেন এমন প্রশ্ন উঠছে! কি এমন বলেছেন মৌসমদেবী?

প্রসঙ্গত, এদিন মালদহে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামতে দেখা যায় প্রাক্তন সাংসদ মৌসম নূরকে। আর সেখানেই তিনি বলেন, “আমার প্রত্যাশা ছিল যে, দল আমাকে টিকিট দেবে, কিন্তু আমাকে দেয়নি। তবে আমি দলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করব।” আর এখানেই বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, যতই মুখে বড় বড় কথা বলুন মৌসম নূর, এর আগেও অনেক জেলাতে দেখা গিয়েছে, যারা প্রার্থী হননি, তারা হয়ত দলে ছিলেন। কিন্তু ভোট বাক্স খোলার পর তাদের অ্যান্টি ভোটের জন্যেই তৃণমূল প্রার্থী সেখানে হেরে গিয়েছিল। তাই মালদহের ক্ষেত্রেও যদি সেরকম কিছু হয়, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ টিকিট প্রত্যাশী হিসেবে মৌসুম নূর এবার কিন্তু কিছুটা হলেও ব্যথিত। তিনি নিজে যেখানে প্রার্থী হতেন, সেখানে অন্য কারওর হয়ে তাকে শুধুমাত্র দলের একজন সৈনিক হিসেবে লড়াই করে যেতে হচ্ছে। তাই মুখে যে কথাই বলুন, আসল খেলা যদি ভোট বাক্সে হয়ে যায়, তাহলে অন্তর্ঘাতের বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে মালদহে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, মালদহ এমনিতেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। তবে তৃণমূল এখানে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু এখানে তৃণমূলের সবথেকে বড় চ্যালেঞ্জ দলের নেতা কর্মীরাই। যারা প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছিলেন, তার মধ্যে অন্যতম মৌসম নূর। তাই তিনি আপাতত দলে থাকলেও, এবং দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নামলেও তলায় তলায় কর্মীদের কি বার্তা দিয়ে রেখেছেন এবং যারা মৌসমদেবীর অনুগামী বলে পরিচিত, তারা ভোটবাক্সে কি খেলা খেলে দেবে তারা, সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় দলের একাংশের কাছেই। তাই তৃণমূল গোটা রাজ্যে খেলা হবে বলে যতই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করুক না কেন, এবারের লোকসভা ভোটে তাদের নিজেদের বিরুদ্ধেই খেলে দিতে পারেন দলের অভিমানী নেতা কর্মীরা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!