বিজেপির সভায় যোগ দিতে চলেছে সংখ্যালঘু রাজ্য February 4, 2018 অনেক বাধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত রাজ্য বিজেপি আজ গার্ডেনরিচে সভা আয়োজন করেছে। এই সভার জন্য আদালতের দ্বারস্থও হতে হয়েছে তাদের। অসমর্থিত সূত্রে জানা গেছে যে আজ এই সভায় তৃণমূল ও সিপিএমের বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা যোগ দেবেন।তাছাড়া এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন মুকুল রায়। এই সংখ্যালঘু এলাকায় বিজেপির সভা ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।তবে সব জল্পনার আবাসন ঘটিয়ে বিজেপির দাবি যে রাজ্যসরকার ভোট পাবার জন্য সংখ্যালঘু তোষণ করছে।তবে তাঁদের সার্বিক উন্নয়নে বিজেপি যে বদ্ধপরিকর সেটা বোঝতেই এই সভা।যদিও এই তত্ত্ব মানতে নারাজ রাজনৈতিকমহল। তাদের মতে আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ভাল ফল করতে হলে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর আর এই কথা জানেন ছোট বড় সব বিজেপি নেতা নেত্রীরা আর তাই তাদের দলে টানতে এবার ঝুঁকেছে বিজেপি। তবে আজকের এই সভায় কে কে বিজেপিতে যোগ দেন তার দিকে তাকিয়ে রাজনৈতিকমহল। আপনার মতামত জানান -