এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের বিধায়ক

বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের বিধায়ক

“হয় এরা তৃণমূলে চলে আসুক, অথবা এখান থেকে চলে যাক।” পরিষ্কার জানালেন তৃণমূল বিধায়ক। গতকাল আমডাঙার তারাবেড়িয়ার একটি সভার আয়োজন করেন তৃণমূল।সভায় অর্জুন সিং ছাড়া জেলার যুব তৃণমূল সভাপতি ও বিধায়ক পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন। আর সেখান থেকেই বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানান যে “মমতা ব্যানার্জি উন্নয়ন করবেন, আর মস্তানি করবে সিপিআইএম-এর কিছু হার্মাদ? এটা মানা যায় না। যাঁরা ভালো লোক আছে তাঁদের ভয় পাবেন। কিন্তু, গুন্ডা-বদমাইসদের ভয় পাবেন না। লড়াইটা আপনাকে করতে হবে। আমি আপনাদের পাশে থাকব। প্রস্তুত হন।যদি ওরা থাকে, বসবাস করে তাহলে তো মানুষের কাজ করবে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শুধু হার্মাদ, গুন্ডাবাহিনী, ডাকাত, চোরদের জোগাড় করবে। আর উন্নয়ন হবে না।তাই হয় এরা তৃণমূলে চলে আসুক, অথবা এখান থেকে চলে যাক।” এই সভা থেকে তিনি বিরোধীদের আসন পাওয়া নিয়েও কটাক্ষ করেন। বলেন যে,আমি সবাইকে চিনি, কে কত মারতে পারে, কে কী করতে পারে। আমায় ডাকেনি। নাহলে ভোটটা কীভাবে করতে হয় দেখিয়ে দিতাম।প্রসঙ্গত,আমডাঙা বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ১১টি পঞ্চায়েত আছে তার মধ্যে ৮ টিতে জিতেছে তৃণমূল,একটিতে বিজেপি, বাকি দুটিতে বামেরা জিতেছে। কিন্তু বিরোধীরা এই নিয়ে মুখ খুলেছেন তাদের দাবি ভালো মোড়কে আদতে হুমকিই দিলেন অর্জুনবাবু। তিনি প্রকাশ্যে বুঝিয়ে দিলেন তৃণমূলে নাইলে ফল খারাপ হবে। অনন্যদিকে তৃণমূলেরদাবি বিরোধীরা এখন সবেতেই ভাই পাচ্ছে আর তৃণমূলের নেতারা যাই বলছেন তাতেই হুমকি দেখছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!