এখন পড়ছেন
হোম > জাতীয় > জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরই আজ আবার দিল্লি সফর দিলীপ ঘোষের, কারণ নিয়ে ধোঁয়াশা

জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরই আজ আবার দিল্লি সফর দিলীপ ঘোষের, কারণ নিয়ে ধোঁয়াশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি থেকে ফিরে আসার পর, আজ আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ ১০ দিনের দিল্লি সফরে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকাল ছটার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। শুধু দিল্লি নয়, বিজেপির সংসদীয় দলের সঙ্গে তিনি কাশ্মীরেও যেতে পারেন। হঠাৎ করে তাঁর দিল্লি আগমনের কারণ কি? এ সম্পর্কে তিনি জানিয়েছেন, লম্বা ছুটি কাটাতে তিনি দিল্লি যাচ্ছেন। তবে তার প্রকৃত কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

গত শনিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি রওনা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর গত সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন তিনি। যে বৈঠকে বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ নিয়ে যেমন আলোচনা হয়েছিল, সেই সঙ্গে দলের বেশ কিছু নেতার বেসুরো মন্তব্যের বিষয় নিয়েও আলোচনা হয়েছিল। অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের যেন দলের শীর্ষস্থান না দেয়া হয়, সে ব্যাপারে তিনি আর্জি জানিয়েছিলেন জে পি নাড্ডাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দলের বেশ কিছু নেতা দলের বিরুদ্ধে বারবার বিরূপ মন্তব্য করে দলের সমস্যা বাড়িয়ে দিচ্ছেন। যাদের মধ্যে অনেকেই অন্য দল মূলত তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, হয়তো হতাশার কারণেই তাঁরা এ ধরনের কথা বলছেন। এই ধরনের নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে দলের মধ্যে থেকে। তবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এখনও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অনেকে মনে করছেন, এই নেতাদের সঙ্গে সঙ্গে বহু কর্মীও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন।

নির্বাচনে পরাজয়ের পর এই কর্মীদের একাংশও ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন, অনেককে ঘরছাড়াও হতে হয়েছে। এই পরিস্থিতিতে এই নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে, এই কর্মীরা ক্ষুব্দ হতে পারেন, যা থেকে বাড়তে পারে সমস্যা। গতকাল ভাটপাড়ার বোমাবাজি নিয়ে তিনি জানিয়েছেন, ভাটপাড়া সহ সম্পূর্ণ ব্যারাকপুর এলাকা উপদ্রুত এলাকায় পরিণত হয়েছে। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছেন। সেদিন থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে। ভয় ও আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে তাঁকে। তাঁর লোকজনকেও টার্গেট করা হচ্ছে। ব্যারাকপুরে যাতে অর্জুন সিংকে উত্যক্ত করা যায়, তাই সেখানে সেরকম পুলিশ অফিসারকেই নিয়োগ করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!