১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে তুলকালাম উত্তরবঙ্গ রাজ্য January 10, 2018 কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ও টাকা নয়-ছয়,স্বজন-পোষণ সহ একাধিক অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের তালিকায় যুক্ত হল মালিওর-১ গ্রাম পঞ্চায়েত।কয়েকদিন আগেই অভিযোগ ওঠে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেস নেতা ও দু’জন সরকারি কর্মচারী সহ পাঁচজনের বিরুদ্ধে ।সেই মত থানায় অভিযোগ জানায় হরিসচন্দ্রাপুর-২ ব্লক প্রশাসন। ভুয়ো জবকার্ড তৈরি করে টাকা তোলার অভিযোগ প্রমাণিত হওয়ায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালিওর-১ গ্রামপঞ্চায়েত এলাকা। ব্লক প্রশাসন জানিয়েছে,”১০০দিনের কাজে অনিয়মের অভিযোগে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ২০১৬ সালে প্রায় সাড়ে চার হাজার ভুয়ো জবকার্ড হোল্ডার তৈরি করে এই পঞ্চায়েতে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে একাধিক ভুয়ো প্রকল্প তৈরি করেও টাকা তুলে নেওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেইমত তদন্ত শুরু হয়। এবং তদন্তে সমস্ত নথি খতিয়ে দেখে অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে বলেই জানা গেছে ব্লক-প্রশাসন সূত্রে। এই অভিযোগ কে অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কংগ্রেসের মহম্মদ ইব্রাহিম।তাঁর দাবি,তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সমস্ত কাজ আইন মেনে করা হয়েছে। এ বিষয়ে চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস জানিয়েছেন ,তদন্ত শুরু হয়েছে। আপনার মতামত জানান -