এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ

বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ

বিজেপি যেখানে সভা করবে ,ঠিক সেই অঞ্চলেই সভা করছে তৃনমূল। সাম্প্রতিক কালে এই জবাব-পাল্টা জবাবের রাজনীতিতে জমে উঠেছে পদ্ম বনাম ঘাসফুল বিবাদ। এই আগুনে ঘি দিয়ে বিনপুরে তৃনমূলের পাল্টা সভায় ৫০জন বিজেপি কর্মী যোগ দেন তৃনমূলে।
উল্লেখ্য,বিনপুরের শিব মন্দির চকে সভা করেন রাহুল সিনহা ও লকেট চ্যাটার্জি। এরপরেই সেখানে পাল্টা সভা ও শিবমন্দির চক থেকে থানাগড়া মত পর্যন্ত মিছিল করে তৃনমূল। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাঁসদা। এই সভায় উল্লেখযোগ্য ভাবে ৫০জন বিজেপি কর্মী যোগ দেন তৃনমূলে। পাশাপাশি বিনপুর গ্রামীন পাথমন্দিরকে বিধায়ক তহবিল থেকে একটি এম্বুলেন্স প্রদান করা হয়। এদিন বিধায়ক সুকুমার হাঁসদা বলেন, একদিন ব্যাপারী থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এম্বুলেন্স দরকার হলেও ,তা পাওয়া যায়নি। রাস্তার গাড়ি দাঁড় করিয়ে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল। এম্বুলেন্স পরিষেবার প্রয়োজনে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!