আসছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি! তবে শুটিং নাকি বিদেশে? তাও আবার এই করোনা আবহে? জানুন ব্যাপার অন্যান্য বিনোদন August 18, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু মাস আগে থেকেই বন্ধ হয়েছে আন্তর্জাতিক সমস্ত বিমান চলাচল। সেইসঙ্গে গার্হস্থ্য বিমান পরিষেবাতে ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিমান পরিষেবা অবলম্বন করে শুধুমাত্র মানুষের যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে তাই তো নয়, বরং পণ্য রপ্তানি আমদানি থেকে শুরু করে বিভিন্ন কাজের নিষ্পত্তির যোগাযোগ মাধ্যম হিসেবে বিমান ব্যবস্থার যথেষ্ট প্রভাব রয়েছে। করোনা পরিস্থিতিতে সিনেমা জগতের ছবির শুটিং প্রায় সম্পূর্ণ বন্ধের মুখে। সে টলিউড হোক বা বলিউড। আউটডোর শুটিং এর ক্ষেত্রে এই পরিস্থিতিতে কেউই রিস্ক নিতে রাজি নন। তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে টলিউডের তুলনায় বলিউডের সিনেমা তৈরির খরচ অনেকটাই বেশি। সেক্ষেত্রে তার বেশ কিছুটা যে পরিবহন খরচের মধ্যে যায় সেটা বলার ফুরসত রাখেনা। এমন পরিস্থিতিতে শুটিংয়ের তাগিদে বলিউডে তাই নিজেদের চার্টার্ড ফ্লাইটে বিদেশে গিয়ে শুটিং করার খবর পাওয়া যাচ্ছে। সে তালিকায় রয়েছেন অক্ষয় কুমার এবং আমির খান। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অক্ষয় কুমার তাঁর ছবি ‘ বেল বটম ‘ এর শুটিং করছেন ব্রিটেনে এবং আমির খান ‘ লাল সিং চাড্ডা ‘ এর শুটিং করছেন তুরস্কে। তবে টলিউড আর বাকি থাকে কেন? শোনা যাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় তাঁর ছবি ‘ অনুসন্ধান ‘ এর শুটিং হতে পারে লন্ডনে। তবে শুটিংয়ের দিন এখনো ঠিক হয়নি বলেই জানা গেছে। তবে যেহেতু ৩১ আগস্ট পর্যন্ত বিমান চলাচল বন্ধ রয়েছে, তাই এর পরেই সম্ভবত শুটিং শুরু হবে বলেই মনে করছেন অনেকে। তথ্যসূত্রে জানা গেছে, ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াংকা সরকার এবং পায়েল সরকার এর মত অভিনেতা-অভিনেত্রীদের। তবে এখনো পর্যন্ত সব চরিত্রের জন্য অভিনেতা অভিনেত্রী নির্বাচিত হয়নি বলেই জানা গেছে। তবে কেবল কমলেশ্বর মুখোপাধ্যায় এর সিনেমাটি নয়, এর সঙ্গে রয়েছে সায়ন্তন ঘোষাল এবং অরিত্র সেন ও রোহণ ঘোষের দুটি ছবি। দুটি ছবির শুটিং ই বিদেশে করার কথা জানা গেছে। তবে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবির এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই অন্য এই দুটি ছবির মধ্যে অভিনয় করছেন বলেও খবর পাওয়া গেছে। তবে কবে থেকে আদৌ শুটিং শুরু হবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন ছবির অনুরাগীরা। আপনার মতামত জানান -