এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহকে কালো পতাকা দেখালেন ছাত্রী, তারপর কি হল জানলে চমকে উঠবেন

অমিত শাহকে কালো পতাকা দেখালেন ছাত্রী, তারপর কি হল জানলে চমকে উঠবেন


এলাহাবাদে অমিত শাহের ব়্যালিতে মহিলা প্রতিবাদকারীকে নিগ্রহের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ কোন মহিলা পুলিশ ছাড়াই বেধড়ক পেটান হয় ওই মহিলাকে। আর এই ঘটনার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে তা ফেসবুকে আপলোড করা হয়েছে। ফলে সরব হয়েছে জনমানস।

সম্প্রতি এলাহাবাদে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কয়েকজন প্রতিবাদকারী তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখান ও স্লোগান দিতে থাকেন “অমিত শাহ ওয়াপস যাও”।  সেই সময় উপস্থিত পুলিস কর্মীরা অবস্থা হাত থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতিবাদকারীদের নির্বিচারে পেটাতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন ওই মহিলাও এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলোনা কোন মহিলা পুলিসও। আশ্চর্যের ব্যাপার হল এই যে পুলিসের এরকম নির্লজ্জ কাণ্ড দেখেও বিজেপি সভাপতির গাড়ি থেকে কোন প্রতিবাদ আসেনি উপরন্তু তিনি গাড়ি চালিয়ে চলে যান।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধী দলগুলি। এই ঘটনার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়ার কথা বলে সমাজবাদী পার্টির মুখপাত্র সুনীল সিং যাদব এ প্রসঙ্গে বলেন “এই ঘটনার পর পরিষ্কার হয়ে গেল সরকার কোথায় দাঁড়িয়ে রয়েছে। আইন অনুযায়ী একজন মহিলাকে একজন মহিলা পুলিশকর্মীই ধরতে পারে। কিন্তু সরকার ছাত্রছাত্রীদের ভয় পেয়েছে। কেন সরকারের পুলিশ এমন কাজ করল, তা নিয়ে তাদের সরকারকে জবাব দিতে হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

উত্তরপ্রদেশের কংগ্রেস মুখপাত্র অংশু অবস্তি জানিয়েছেন, “এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যারা ওই মেয়েটিকে মারল, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।”বিরোধী দলের প্রশ্ন কোন মহিলাপুলিস না থাকা সত্ত্বেও কিভাবে ওই মহিলার গায়ে হাত তুলল পুলিস। নিন্দনীয় এই ঘটনায় বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।যদিও এর উত্তরে কোন প্রতিক্রিয়া আসেনি বিজেপির পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!