কালিম্পঙে মোর্চায় বড় ধ্বস, পদত্যাগ করলেন বিধায়ক-পুরপ্রধান সহ একঝাঁক শীর্ষনেতা বিশেষ খবর রাজ্য December 2, 2017 পাহাড় রাজনীতিতে নতুন মোড়, গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষনেতৃত্ত্বের দিকে একরাশ অভিযোগ তুলে দল ছাড়লেন কালিম্পঙের বিধায়ক সরিতা রাই, কালিম্পং জেলা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি আর বি ভূজেল, জেলায় মোর্চার সাধারণ সম্পাদক কুমার চামলিং, মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য বিজয় সুনদাস, মোর্চার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্যাণ দেওয়ান এবং কালিম্পং পৌরসভার চেয়ারম্যান শুভ প্রধান। দলত্যাগীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় দেখা নেই গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্বের, ফলে দিশা হারাচ্ছে গোর্খাল্যান্ড আন্দোলন। নেতৃত্ত্বের অনুপস্থিতিতে পাহাড়ের সাধারণ মানুষ তাঁদের সন্দেহের চোখে দেখছেন, এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিত্যদিনের উন্নয়নমূলক কর্মসূচি। তাই শীর্ষনেতৃত্ত্বের প্রতি সম্পূর্ণ অনাস্থা দেখিয়ে এই পদত্যাগ। তবে মোর্চা থেকে পদত্যাগ করলেও এখনই অন্য কোনো দলে তাঁরা যোগ দিচ্ছেন না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনার মতামত জানান -