এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা সহ একাধিক ইস্যু নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের , তীব্র চাঞ্চল্য রাজ্যে

করোনা সহ একাধিক ইস্যু নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের , তীব্র চাঞ্চল্য রাজ্যে


বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগেও রাজ্য সরকারকে বার বার তীব্র আক্রমণ করেছেন। এই করোনা অবহেও তার কোনো বিরাম নেই। করোনা নিয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। বার পরিযায়ীদের শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

‘লাশের উপর রাজনীতিতে স্পেশ্যালাইজড মমতা’, এবার এভাবেই মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেন যে, ‘তোষণ’ রাজনীতি করতেই এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানো হচ্ছে বলে দাবি দিলীপ ঘোষের।সাথেই তিনি অভিযোগ তোলেন যে, ‘আগে লাশ নিয়ে এসে রাজনীতি করেছেন, এখন লুকিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ পাশপাশি, রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।

দিলীপ ঘোষ এদিন মমতা সরকারের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে বলেন, ‘শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বাড়ি ফেরাতে তত্‍পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাকিদের জন্য কোনও হেলদোল নেই। আজমেঢ় শরিফ থেকে যাঁদের রাজ্যে ফেরানো হল তাঁরা একটি বিশেষ সম্প্রদায়ের। কেরল থেকেও যাঁরা ফিরেছেন তাঁরাও অধিকাংশ বিশেষ একটি সম্প্রদায়ের। অথচ যাঁরা তীর্থ,চিকিত্‍সা বা অন্য কারণে বাইরের রাজ্যে গিয়ে আটকে রয়েছেন তাঁদের ফেরাতে কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বিরোধীদের সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল এই নিয়ে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েন পরিযায়ী শ্রমিকরা। চরম দুর্দশায় রয়েছেন শ্রমিকরা। তাঁদের ফেরাতেও মোদী সরকার ট্রেনের ভাড়া চাইছে।’
সাথেই বিজেপির জন্য তাঁর পরামর্শ -‘বাংলার সরকার পরিযায়ীদের ঘরে ফেরাতে উদ্যোগী। বিরোধীদের উচিত রাজ্য সরকারের সমালোচনা না করে পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য করা।’

এদিকে করোনা আবহে বারবার রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি এও অভিযোগ তুলেছেন যে, মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের সংখ্যা লুকনো হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তরফে বলা হয়েছে যে, ‘ক্ষমতায় আসতে লাশের খোঁজ করছে বিজেপি।’ এদিন এই নিয়েও পাল্টা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কঠাক্ষ করেন। তিনি বলেন,, ‘এতদিন ক্ষমতায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে লাশ খুঁজে এনেছেন মমতা, এখন লাশ লুকোনোর রাজনীতি করছেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘মৃতের সংখ্যা বলতে ভয় পাচ্ছেন বলেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আসছেন না। পথে নামাচ্ছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, সাংসদ ও বিধায়কদের!’

চুল করে এই অভিযোগ হজম করেননি তৃণমূলও। এই নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল নেতা সমীর চক্রবর্তী বলেন, ‘বিজেপি নিজেদের স্বার্থে লাশ খুঁজে বেড়াচ্ছে। কারণ লাশ দেখিয়ে ওরা সরকারে আসতে চাইছে। কিন্তু এভাবে ক্ষমতায় আসা যাবে না’। ফলে করোনা আবহে যেখানে সাধারণ মানুষ চাইছে সব দল একজোট হয়ে তাদের পাশে দাঁড়াক , সেখানে শাসকদলের সঙ্গে বিরোধীদের, কিংবা রাজ্য- রাজ্যপাল- কেন্দ্রের সংঘাত সাধারণ মানুষকে হতাশ করছে বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!