এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে থেকে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ? কি বলছেন বিশেষজ্ঞরা? জানুন বিস্তারিত

কবে থেকে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ? কি বলছেন বিশেষজ্ঞরা? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে। গত বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমে গেছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণ আরো একধাপ নেমেছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৭২৩ জন মানুষের। দৈনিক করোনা সংক্রমণ ও দৈনিক মৃত্যুর পরিমাণ হ্রাস পেয়েছে। কিন্তু এর মধ্যে বিশেষজ্ঞদের আশঙ্কা রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের।

গতবছর গাণিতিকভাবে করোনাভাইরাসের উত্থান ও তার পূর্বাভাস দেবার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ একটি বিশেষ টিম গঠন করেছিল। যেখানে কানপুর আইআইটির বিজ্ঞানী আগারওয়াল, হায়দ্রাবাদ আইআইটির বিজ্ঞানী এম বিদ্যাসাগর, ইন্ট্রিগেটেড ডিফেন্স স্টাফ এর মেডিকেল উপ প্রধান জেনারেল মাধুরী কণিতকর সহ আরও অনেকে রয়েছেন। সম্প্রতি তাঁরা করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে একটি রিপোর্ট সামনে এনেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজ্ঞানী আগারওয়াল এ প্রসঙ্গে জানিয়েছেন যে, ভ্যাকসিনেশন প্রক্রিয়া ও ভেরিয়েন্ট এর তীব্রতার উপরে পরিস্থিতি ও সংক্রমণ নির্ভর করছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যেটা দেখা যায়নি। তিনি আরও জানিয়েছেন যে, টিকাকরণ প্রক্রিয়াতে আরও গতি আনতে হবে। এর সঙ্গে সঙ্গেই করো না বিধি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। তা না করলে চরম আকারে পৌঁছে যাবে করোনার তৃতীয় ঢেউ। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ ব্যাপক আকার ধারণ করবে।

যা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়াবহ হবে। তৃতীয় ঢেউ এলে করোনার দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাবে। এ কারণেই দ্রুত টিকাকারণের উপর তাঁরা যেমন জোর দেওয়ার কথা বলেছেন, তেমনি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়েছেন তাঁরা। এ বিষয়ে বিজ্ঞানীরা দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট পেশ করতে চলেছেন। যেখানে করোনার তৃতীয় ঢেউ এর ব্যাপারে আরও খবর জানানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!