এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় কর্মচারীদের রাজ্যে নিয়োগের ব্যাপারে এবার থেকে নতুন নিয়ম জারি কেন্দ্রের, পেছনে কি রয়েছে আলাপন ইস্যু?জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় কর্মচারীদের রাজ্যে নিয়োগের ব্যাপারে এবার থেকে নতুন নিয়ম জারি কেন্দ্রের, পেছনে কি রয়েছে আলাপন ইস্যু?জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য এবং কেন্দ্রের দ্বন্দ্ব যেন আর শেষ হবার নয়। বিগত বেশ কয়েকদিন যাবৎ কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছিল। রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসরকালীন কার্যমেয়াদ বাড়িয়ে তাঁকে দিল্লি ডেকে নেওয়া হয়। এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী ব্যাপক আপত্তি জানান এবং সবশেষে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাজ্যে নিয়োগের ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন।

খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশিকার পেছনে পশ্চিমবঙ্গের আলাপন কান্ড অন্যতম অনুঘটকের কাজ করেছে। জানা গিয়েছে, নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে অবসরপ্রাপ্ত কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে পুনর্নিয়োগ করতে গেলে ভিজিল্যান্স ছাড়পত্র অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ রাজ্য সরকার যদি অবসরপ্রাপ্ত কোন সরকারি আমলাকে নতুন করে কাজে নিয়োগ করতে চায়, তাহলে যে সমস্ত সংস্থার হয়ে ওই কর্মী চাকরি করেছেন, তাঁদের ভিজিল্যান্স ছাড়পত্র লাগবে। পাশাপাশি জানা গিয়েছে, সরকার যদি অবসরপ্রাপ্ত আমলাকে পুনর্নিয়োগ করতে চায় তাহলে কোন একজনকে সেই সুযোগ দেওয়া যাবেনা।এক্ষেত্রে বিজ্ঞাপন দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের দাবি, সরকারি কাজে যাতে স্বচ্ছতা বজায় থাকে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই শোকজ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যদিও জানা যাচ্ছে, আলাপন বন্দ্যোপাধ্যায় সেই শোকজের উত্তর দিয়েছেন। সূত্রের খবর, আলাপন বন্দ্যোপাধ্যায় উত্তরে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তিনি বেরিয়ে এসেছেন বৈঠক থেকে। যখন তিনি মুখ্যসচিব হিসেবে কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে, তখন তাঁকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে হবে বলে উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়েছে কেন্দ্রের এই নতুন নির্দেশিকা শুধুমাত্র এই রাজ্যের আলাপন কান্ডের ফলশ্রুতি। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার থেকে কোন নির্দিষ্ট আমলাকে আর কোন রাজ্য তাঁদের নিজেদের কাজে নিয়োগ করতে পারবেনা। সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশ নেওয়া অবশ্যম্ভাবী এবং পুরো ব্যাপারটাই কেন্দ্র-রাজ্য বোঝাপড়ার ওপর নির্ভর করবে। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!