এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ঘিরে জল্পনা!

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে এবারে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না! তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছিল। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, সকলেই সংশয়ের মুখে পড়ে গিয়েছিলেন। তবে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন জুলাই মাসের শেষে এবং আগস্টের প্রথমে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে তবে এই ব্যাপারে চূড়ান্ত দিনক্ষণ জানাবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

স্বভাবতই এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষা মহল, সকলের নজর ছিল পর্ষদ এবং সংসদের পক্ষ থেকে কবে দিনক্ষণ ঘোষণা করা হয়। তবে দিনক্ষণ ঘোষণার দিন সেই সাংবাদিক বৈঠক বাতিল করে গোটা বিষয়টি বিবেচনার পর্যায়ে রাখা হয়। তৈরি করা হয় বিশেষজ্ঞ কমিটি। জানা গেছে, ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তৈরী হয়ে গিয়েছে।

আর এই রিপোর্টের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, করোনা ভাইরাসের সংকটকালীন এই মুহূর্তে সম্ভবত বাতিল হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিশেষজ্ঞদের কমিটি সেই রিপোর্ট তৈরি করে তা রাজ্য সরকারের কাছে জমা দেবে। আর তারপরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

বলা বাহুল্য, ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে সিবিএসইর পরীক্ষা বাতিল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর কেন্দ্র সেই উদ্যোগ নেওয়ার পরেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গোটা ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে যথাযোগ্য পদক্ষেপ যে কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, তা সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার পরেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন। পরবর্তীতে এই ব্যাপারে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বর্তমানে সেই কমিটির রিপোর্ট কি হবে, তার দিকে নজর রয়েছে সকলের। তবে সেই রিপোর্টে পরীক্ষা না নেওয়ার বিষয়টি এবং বাতিল করার বিষয়টিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তা একপ্রকার পরিষ্কার। তবে বর্তমান সময়ে যদি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়, তাহলে কিভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে, সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

পর্যবেক্ষকদের মতে, বর্তমানে করোনা ভাইরাস কিছুটা হলেও কমেছে। নিম্নমুখী হতে শুরু করেছে দেশ এবং রাজ্যের গ্রাফ। আর এই পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থা সংক্ষিপ্ত আকারে হলেও, যাতে না হয়, তার জন্য উদ্যোগ নিয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সেই পরীক্ষা বাতিল করে দেওয়ার ঘোষণা হতেই এবার রাজ্য সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে শুরু করেছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করে ফেলেছে।

খুব দ্রুত তা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। আর তারপরেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিনা, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার। সব মিলিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এবারের মরসুমে জীবনের দুই বড় পরীক্ষা থেকে বঞ্চিত করবে ছাত্র-ছাত্রীদের! এখন এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শিক্ষা মহলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!