এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভ্যাকসিন নিয়ে দুর্নীতি? রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে বড় দাবি দিলীপের!

ভ্যাকসিন নিয়ে দুর্নীতি? রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে বড় দাবি দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাকসিন না পাওয়া নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রের পক্ষ থেকে সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলেও সোচ্চার হতে দেখা গেছে রাজ্য সরকারকে। তবে কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

কিন্তু তা সত্বেও সকলকে ভ্যাকসিন দিতে অপারগ রাজ্য সরকার। ইতিমধ্যেই টিকাকরণের ওপর জোর দিয়েছে প্রতিটি রাজ্য সরকার। সেই মত করে পশ্চিমবঙ্গেও টিকাকরণ প্রক্রিয়া চলছে। তবে বেশ কিছু ক্ষেত্রে অশান্তির ঘটনা সামনে আসছে। আর এবার ভ্যাকসিন প্রদান নিয়ে রাজ্য সরকারকে চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এক্ষেত্রে ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন শ্রীরামপুরে একটি দলীয় কর্মসূচিতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যাকসিন দেওয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। কেন্দ্রের পক্ষ থেকে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠানো সত্ত্বেও, রাজ্যের মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করতে দেখা যায় মেদিনীপুরের বিজেপি সাংসদকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্র এক কোটি 25 লক্ষ টাকা পাঠিয়েছে তাও রাজ্যের সাধারণ মানুষ টিকা পাচ্ছেন না। 300 টাকায় টিকা বিক্রি হচ্ছে।” অর্থাৎ এতদিন রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে নানা অভিযোগ করা হত। কিন্তু এবার দিলীপ ঘোষের এই দাবির পর রাজ্য সরকার যথেষ্ট চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিনকে দিন মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। তবে বর্তমানে তা কিছুটা কমতে শুরু করেছে। একদিকে একগুচ্ছ বিধি-নিষেধ এবং ভ্যাকসিন প্রক্রিয়া চালু হওয়ার কারণেই যে ধীরে ধীরে নামতে শুরু করেছে করোনা ভাইরাসের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা, তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার টিকাকরণের উপর জোর দেওয়ার চেষ্টা করছে।

তবে প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, রাজ্যের পক্ষ থেকে যে টিকা চেয়ে কেন্দ্রের কাছে দাবি জানানো হচ্ছে, তা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তবে এবার রাজ্যের পক্ষ থেকে যে টিকা দেওয়া হচ্ছে, তার শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলে তৃণমূল সরকারকে চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষের এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বা শাসক দলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!