এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ-এবার মিশন উত্তরপ্রদেশ, ব্লুপ্রিন্ট রেডি করতে তড়িঘড়ি বৈঠক

বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জ-এবার মিশন উত্তরপ্রদেশ, ব্লুপ্রিন্ট রেডি করতে তড়িঘড়ি বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্য শেষ হয়েছে বাংলার বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে 200 আসনের লক্ষ্যমাত্রা রাখলেও শেষ পর্যন্ত 77 টি আসনেই খামতে হয়েছে গেরুয়া রথকে। তবে এই মুহূর্তে বাংলায় বিজেপির আসন সংখ্যা এসে দাঁড়িয়েছে 75 এ। বাংলায় এই হারের কাটাছেঁড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরে। তবে বাংলায় নির্বাচনের শেষে এবার গেরুয়া শিবিরের সামনে আরো শক্ত লড়াই বলে মনে করা হচ্ছে। সামনে আরো ছটি বিধানসভা নির্বাচন, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, গোয়া এবং গুজরাট। এরমধ্যে 2022 সালে হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন।

সুতরাং গেরুয়া শিবিরের হাতে আর খুব বেশি সময় নেই। তাই ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করার জন্য। প্রসঙ্গত, একমাত্র পাঞ্জাব ছাড়া বাকি আর পাঁচটি রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি। সেক্ষেত্রে ক্ষমতা ধরে রাখা বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তরপ্রদেশে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন গেরুয়া শিবিরের অন্যতম হেভিওয়েট মুখ যোগী আদিত্যনাথ। যার সময় কালে ইতিমধ্যেই প্রচুর বিতর্ক উঠে এসেছে সংবাদ শিরোনামে। পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা চালিয়েছে আন্তর্জাতিক সংবাদপত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার পরেই নড়েচড়ে বসেছে গেরুয়া শিবির। তবে ইতিমধ্যে যোগী আদিত্যনাথের সঙ্গে আলোচনা করে তাঁকে ফুল মার্কস দিয়েছে বিজেপি। জানা যাচ্ছে, আগামী নির্বাচনের পরিপ্রেক্ষিতে সংগঠন ঢেলে সাজাতে আগামী 5 ও 6 জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।

এই সাংগঠনিক বৈঠকের সভাপতির জায়গায় থাকতে চলেছেন স্বয়ং জেপি নাড্ডা বলে জানা যাচ্ছে এবং এই দুদিনের বৈঠকে আগামী 6 রাজ্যের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের নির্বাচনী কৌশল ঠিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

2017 সালে বিজেপি 306 টি আসন পেয়েছিল উত্তরপ্রদেশে। কিন্তু এবার লড়াই অনেক বেশি কঠিন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিজেপির পোষ্টার বয় যোগী আদিত্যনাথকে সামনে রেখে উত্তরপ্রদেশে বিরোধীদের ঠেকাতে গেরুয়া শিবির কি কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার। বাংলায় অবশ্য যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ একের পর এক বিজেপি নেতা এসে প্রচার চালিয়েছিলেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ গেরুয়া শিবিরের চিন্তা বাড়িয়ে রাখছে বলেই মনে করছেন রাজনীতির কারবারীরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!