এবার মুখ্যমন্ত্রীর কাছে ‘আবেদন’ করলেন অধীর চৌধুরী বিশেষ খবর রাজ্য December 3, 2017 রাজ্য-রাজনীতিতে তিনি স্বঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। কিন্তু সেই প্রদেশ কংগ্রেস সভাপতি এবার নিজের টুইটারের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘আবেদন’ করলেন। নিজের টুইট বার্তায় অধীরবাবু এদিন লেখেন, ১. পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল নেত্রী এবার দুবৃত্তদের বিরুদ্ধে কিছু বলুন, যা ঘটেছে সেটা আমাদের সকলের লজ্জা। ২. আমরা সকলে ওই (রানিকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের) ছোট্ট শিশুটির জন্য লড়ব, তাঁর পরিবারের পাশে থাকব। ৩. মানবরূপী ওই (রানিকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পৈশাচিক ঘটনায় যুক্ত) দানব শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৪. (উক্ত স্কুলে যৌন নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার কী ভূমিকা পালন করছে সেই বিষয়ে) আপনি এবার কিছু বলুন। আপনার মতামত জানান -