এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “গোপন কথাটি রবে না গোপনে” নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের ঘুম ওড়ালেন সুকান্ত!

“গোপন কথাটি রবে না গোপনে” নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের ঘুম ওড়ালেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি নিয়ে ব্যাপক চাপে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ধীরে ধীরে আসল মাথাকে ধরা হবে। ইতিমধ্যেই কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে‌। আর এই পরিস্থিতিতে এবার সেই নিয়োগ দুর্নীতি নিয়ে ভয়াবহ ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, কেউ ছাড় পাবেন না, সমস্ত কথা বের করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন কালীঘাটের কাকু হোক বা ডাকু, কেউ ছাড় পাবেন না। মুখে কুলুপ আটুন বা কুলপি রাখুন, সমস্ত কিছু টেনে বের করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোপন কথাটি রবে না গোপনে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে নিয়োগ দুর্নীতিতে যে আরও বড়সড় চাপে পড়তে চলেছে রাজ্যের শাসক দল, তার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার। বুঝিয়ে দিলেন, কাউকে রেয়াত করা হবে না। তবে আগামী দিনে এই দুর্নীতি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা অবশ্যই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!