এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিশ্বকর্মা পুজোয় মদ্যপানের আসর ঘিরে তীব্র সঙ্ঘর্ষ বিজেপি-তৃণমূলে! উত্তেজনা উত্তর ২৪ পরগনায়

বিশ্বকর্মা পুজোয় মদ্যপানের আসর ঘিরে তীব্র সঙ্ঘর্ষ বিজেপি-তৃণমূলে! উত্তেজনা উত্তর ২৪ পরগনায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ, মারামারি, হাতাহাতি এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর রাতে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে তৃণমূল ও বিজেপি দলের সদস্যদের মধ্যে তুমুল মারামারি, ধস্তাধস্তি দেখা গেল। বিশ্বকর্মা পুজোর রাতে অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপি সদস্যদের মধ্যে প্রচণ্ড মারামারি, ধস্তাধস্তির ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অন্যদিকে বিশ্বকর্মা পুজোর রাতেই উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার বকচারা অঞ্চলে মদ্যপানের আসরকে কেন্দ্র করে তৃণমূল সদস্যদের সঙ্গে বিজেপি সদস্যদের সংঘর্ষ বাধে। প্রথমে তৃণমূল ও বিজেপির কিছু কর্মীদের মধ্যে বচসা শুরু হয়েছিল। এই বচসা উত্তরোত্তর বাড়তে থাকে। যা ক্রমে মারামারি-হাতাহাতির রূপ নেয়। এ ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপিকে অভিযুক্ত করে বিজেপির ৩ জন সমর্থকদের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে, বিজেপি তৃণমূলকে অভিযুক্ত করে তৃণমূলের ৫ জন সদস্যের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অন্যদিকে সম্প্রতি ২৪ পরগনা জেলার গোপালনগরে ও হাবড়ায় বিজেপির দুই পরস্পর বিবাদমান গোষ্ঠীর গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করে তীব্র শোরগোল পরে গেল।স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোপালনগর ১ এর বিজেপির মন্ডল সভাপতি বিদেশ দাসকে প্রচণ্ড মারধর করেছে বিজেপি দলেরই কিছু কর্মী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত মঙ্গলবার সন্ধ্যাবেলায় গোপালনগরের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের পানপাড়ায় জনৈক বিজেপি কর্মীর বাড়িতে এক বিশেষ বৈঠকের আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। যে বৈঠকে বিজেপির গোপালনগর ১ মণ্ডল সভাপতি বিদেশ দাস অংশগ্রহণ করেছিলেন। এই সভায় বিজেপির দুই বিবাদমান গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়। এরপর এদিন রাতে যখন বৈঠক শেষে মন্ডল সভাপতি বিদেশ দাস গাড়িতে করে বাড়ির পথে যাচ্ছিলেন সেসময় অতর্কিত হামলা চলে তাঁর উপরে। অভিযোগ বিজেপি দলের কিছু কর্মী মন্ডল সভাপতিকে প্রচণ্ড মারধর ও হেনস্থা করেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আবার এই ঘটনার পরদিন অর্থাৎ বুধবার বিজেপি দলের জেলা সভাপতিকে অপসারণের দাবিতে হাবড়া স্টেশনে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একটি সভাকে কেন্দ্র করে বিবাদরত হলো বিজেপির দুই গোষ্ঠী। তাদের এই গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হয়ে উঠলো হাবরা শহর।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা নেতৃত্ব তৃণমূল দলের দিকে অভিযোগের আঙ্গুলি লেহন করেছে। তাদের অভিযোগ, তৃণমূল দলের কিছু কর্মীর মদতেই এমনটা ঘটেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!