এখন পড়ছেন
হোম > রাজ্য > আমি তৃণমূলে যাইনি, তাই আমাকে গ্রেফতার করা হল: হেভিওয়েট আদিবাসী বিজেপি নেতা

আমি তৃণমূলে যাইনি, তাই আমাকে গ্রেফতার করা হল: হেভিওয়েট আদিবাসী বিজেপি নেতা


জয়পাইগুড়ির ডুয়ার্সে পুরনো একটি মামলায় অভিযোগে বানারহাট থেকে গ্রেফতার হলেন বিজেপির আদিবাসী নেতা জন বারলা। নির্বাচনের আগে বিজেপির ভোট নষ্ট করার উদ্দেশ্যেই তাঁকে গ্রেফতার করা হলো বলে তিনি এদিন দাবি করলেন। এরপরে তাঁকে কড়া প্রহরার মধ্যে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়ের এজলাস থেকে ট্রানজিট রিমান্ডে আলিপুরদুয়ারে এসিজেএমকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য জন বারলার বিরুদ্ধে ২০০৯ সালে আলিপুরদুয়ারের জয়গাঁ থানা, ২০১৫ সালে বীরপাড়া থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়। হঠাৎ করে জন বারলার গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই পাহাড়ে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রথমে গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য হলেও ২০১৫’র পর থেকে বিজেপি-র কাছাকাছি আসতে শুরু করেন তিনি।এরপর তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নাগরাকাটা থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঐ আসনে বিজয়ী না হলেও এলাকায় বিজেপির সংগঠন দৃঢ় করার কাজে তিনি সফল হচ্ছিলেন বলে দাবি করলেন। এ জন্যই জনকে বিজেপির রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়। জন বারলার কথা অনুসারে গত ২১ শে জুলাই মন্ত্রী গৌতম দেব ও তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী তাঁর সঙ্গে দেখা করে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেন। তাই জন বারলা দাবি করে বললেন,”আমি তৃণমূলে যাইনি। তাই আমাকে গ্রেফতার করা হল। আমার বাড়িতে এসেছিলেন তৃণমূলের নেতা, মন্ত্রীরা। বিজেপিকে দুর্বল করতেই আমাকে ভোটের মুখে গ্রেফতার করা হল।” শুধু তাই নয় তাঁকে ফাঁসানো হয়েছে বলেও তিনি এদিন দাবি করলেন। জন বারলার গ্রেফতার প্রসঙ্গে জলপাইগুড়ি বিজেপি যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ জানালেন, ”জন বারলাকে কেন গ্রেফতার করা হল পুলিশ আমাদের গতকাল বলেনি। গভীর রাতে আমাদের আইনজীবী খবর পান ২০০৯ ও ২০১৫ সালের পুরনো দু’টো মামলায় তাঁর এই গ্রেফতারি।” জেলা পুলিশসুপার অমিতাভ মাইতি বললেন আদালতের নির্দেশেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানানো হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গ্রেফতারির প্রসঙ্গে কেউ কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!