ফিরে আসছে ২০১৩ – জল্পনা বাড়িয়ে বিস্ফোরক অভিযোগ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ খবর রাজ্য April 30, 2018 গতকাল তমলুকের নিমতৌড়িতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধীদের তীব্র আক্রমন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা শাসকদলের তরুণ তুর্কি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিরোধীরা ২০১৩ সালের মতোই করতে চাইছে। ২০১৩ সালে তত্কালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে ভুল বুঝিয়েছিল বিরোধীরা, এবারও সেই চেষ্টাই হচ্ছে। ২০১৩ সালে মীরা পাণ্ডেকে ভুল বুঝিয়ে একটি অস্থির আবহ তৈরি করা হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ৫ দফায়, বৃষ্টির মরশুমে, পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করা হয়েছিল। সেই ভোটে লড়াই করে তৃণমূল কংগ্রেস ৮০ শতাংশ আসনে জয়লাভ করেছিল। তৃণমূলকে জনবিচ্ছিন্ন প্রমাণিত করার চেষ্টা ব্যর্থ হয়েছিল বিরোধীদের। এবারও তার ব্যতিক্রম হবে না। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এরপরেই তিনি জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা এবং তা হবে শুধুমাত্র শাসকদলের করা উন্নয়নের নিরিখে। তিনি বলেন, উন্নয়নই এ ভোটের মূল ইস্যু। আর সেই উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারলেই এবার ১০০ শতাংশ আসনে নির্বাচিত হওয়া যাবে। উন্নয়নকে সামনে রেখেই আসন্ন পঞ্চায়েত ভোটে জিতবে তৃণমূল। দলীয় সভার শেষে তাঁর হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে দলবদল করেন সিপিএম-বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আসা শতাধিক কর্মী-সমর্থক। আপনার মতামত জানান -