এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনাকে নিয়ে ঘুমোন, করোনাকে পাশবালিশ করে নিন! বঙ্গবাসীকে মুখ্যমন্ত্রীর নতুন নিদান!

করোনাকে নিয়ে ঘুমোন, করোনাকে পাশবালিশ করে নিন! বঙ্গবাসীকে মুখ্যমন্ত্রীর নতুন নিদান!


সকলের মাথায় এখন একটাই চিন্তা, কবে পাকাপাকিভাবে করোনা বিদায় নেবে! যত দিন যাচ্ছে, তত ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করেছে। ফলে তাদের শরীর থেকে সংক্রমনের একটা বিষয় থেকেই যাচ্ছে। আর এই অবস্থায় করোনাকে নিয়েই সকলকে ঘুমোতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী এই কথা বললেন কেন? সূত্রের খবর, শুক্রবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনাকে নিয়ে ঘুমোন। করোনাকে পাশবালিশ করে নিন।” বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন ভবিষ্যতের কথা ভেবেই। কারণ যেভাবে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তাকে এখনই আটকানো মুশকিল। তাই সকলকে সচেতন হয়ে করোনা ভাইরাসকে সঙ্গী করে নিয়েই যে ভবিষ্যতে পথ চলতে হবে এদিন তার বার্তাই দিতে চেয়েছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি নিজেও হোম কোয়ারেন্টাইন রয়েছেন বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। আমার বাড়ির ওখানে পোস্টিং থাকা সাত-আটজন পুলিশের করোনা ধরা পড়েছে। কাজ করতে হবে, আবার সাবধানেও থাকতে হবে। আমি সব সময় সবাইকে বলি সাবধানে কাজ করতে। ববি-সুজিতদেরও বলেছিলাম। আমার বাড়ায় দেখে আসুন না, কত লোকের হয়েছে! কি আর বলব, আমিই তো প্রায় হোম কোয়ারেন্টাইনে রয়েছি।”

এদিকে এদিনের সাংবাদিক বৈঠক থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে প্রবেশ প্রসঙ্গে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “শ্রমিক এক্সপ্রেসের বদলে কি করোনা এক্সপ্রেস ঢুকিয়ে দিতে চাইছে?” এদিকে পরিযায়ী শ্রমিকদের বিষয়টি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে কটাক্ষ করলেও, তার পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শ্রমিকদের ফেরাতে ঢিলেমি করেছে। সব রাজ্য লোকজন ফেরালেও, বাংলার নোডাল অফিসারদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিজেরা সব ঘেটে ফেলে এখন কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন।” তবে শাসক-বিরোধী এই তরজা চললেও, ভবিষ্যতের কথা মাথায় রেখে করোনাকে নিয়েই যে সকলকে চলতে হবে, তা এদিনের সাংবাদিক বৈঠক থেকে কার্যত স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!