এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় কোন্দল প্রকাশ্যে! সাধনের পর আর এক হেভিওয়েট বিধায়ক এবার শাস্তির মুখে, জেনে নিন

দলীয় কোন্দল প্রকাশ্যে! সাধনের পর আর এক হেভিওয়েট বিধায়ক এবার শাস্তির মুখে, জেনে নিন


তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন নয় , কিন্তু হেভিওয়েট নেতা মন্ত্রীদের প্রকাশ্যে কোন্দল খুব একটা চোখে পড়েনি। তবে আমপান বিধস্ত বাংলা সে দৃশ্যও দেখে নিয়েছে ,যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে শাসকশিবির।রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে ও ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিকে ফিরহাদ হাকিমের পাশে থাকতে গিয়ে সাধন পান্ডেকে তীব্র আক্রমণ হেনেছেন তৃণমূলের বিধায়ক পরেশ পাল। যার জেরেও জল গড়িয়েছে অনেকদূর। কিন্তু পরেশ পালের ফিরহাদ হাকিমের পাশে থেকে মন্ত্রী সাধন পান্ডেকে নিয়ে কটূক্তি মঞ্চে না দল সেটাই এবার স্পষ্ট করে দিলেন পার্থ চট্ট্যোপাধ্যায়। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা জানিয়ে দিলো ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আমপান বাংলাকে লণ্ডভণ্ড করেছিল। যার জেরে বিধ্যৎহীন ও জলহীন হয়ে পরে বাংলা। এদিকে আবহাওয়া দপ্তর থেকে এর আগাম বার্তা জানানো হয়েছিল, কতটা ক্ষতিকর হতে পারে এই ঘূর্ণিঝড় সেই নিয়েও আগাম সতর্ক করা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে তারা তৈরী।কিন্তু আমপান মেটার পর প্রশাসনের বেহাল অবস্থা চোখে পড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চারিদিকে শুরু হয় সাধারণ মানুষের বিক্ষোভ। বিরোধীরা সুর চড়াতে থাকে এর মধ্যেই অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের মন্ত্রীদের কোন্দল সামনে আসে। তৃণমূলের মন্ত্রী সাধন পান্ডে মেয়রের দিকে আঙ্গুল তোলেন , প্লট আক্রমণ হানেন মেয়রও। কোন্দল এতটাই বেড়ে যায় যে তা মেটাতে আসরে নামতে হয় শীর্ষ নেতৃত্বকে। তৃণমূলের তরফে সাধন পাণ্ডেকে শোকজ করা হয়। কেন তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে খুল্লামখুল্লা তাঁরই সতীর্থকে আক্রমণ করে বসলেন তা জানতে চেয়ে তাঁকে শোকজের করা হয়।

শীর্ষ নেতৃর্ত্ব চাইলেও এখানেইথেমে থাকলো না বিষয়টি, ফিরহাদ বনাম সাধনের দ্বন্দ্বের মধ্যেই আবার সাধনকে তিন=ব্রা আক্রমণ হানেন পরেশ পাল। তিনি সাধন পাণ্ডে ও তাঁর মেয়েকে আক্রমণ করে বসেন।যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে এই বিষয়টিও তৃণমূলের নজর এড়ায়নি , যার ফলে তাঁকেও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের শৃঙ্খলাভঙ্গ করলে দল ব্যবস্থা নেবে।

পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন দলের শৃঙ্খলা কীভাবে বজায় রাখতে হয়। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, দিলীপবাবুরা তাঁদের নিজেদের দল সামলান। আমাদের দলটার কথা তাঁকে ভাবতে হবে না।
যায় হোক এইভাবে নেতা মন্ত্রীদের কোন্দল সামনে আসায় তা নিয়ে ঝড় যে তুলবে বিরোধীরা তাতে কোনো সন্দেহ নেই। এখন তা কিভাবে সামাল দেয় ঘাসফুল শিবির তার দিকে তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!