এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর খুলছে কলকাতার মোট চারটি আকর্ষণীয় স্থানের দরজা, জেনে নিন !

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর খুলছে কলকাতার মোট চারটি আকর্ষণীয় স্থানের দরজা, জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছর শীতের শেষে শুরু হয়েছিল দেশজুড়ে আতঙ্ক জাগিয়ে করোনা। আতঙ্ক অবশ্য এখনো কাটেনি। কিন্তু তার মধ্যেও সুখবর। কলকাতাতে সাধারণত শীতের বেলায় ভিড় জমে ভিক্টোরিয়া থেকে শুরু করে চিড়িয়াখানাইয়, বিড়লা তারামন্ডল, সায়েন্স সিটি থেকে জাদুঘরসহ বিভিন্ন জায়গায়। বিগত বেশ কয়েক মাস ধরে এর প্রতিটি জায়গা বন্ধ হয়ে রয়েছে। করোনা আবহে নিউ নর্মালেও এই বিশিষ্ট স্থানগুলি এতদিন খোলা হয়নি।

তবে এবার সুখবর সবার জন্য। কলকাতার চারটি আকর্ষণীয় স্থানের দরজা আপাতত খুলে যাচ্ছে দর্শনার্থীদের জন্য। শীতের মরসুমে আগেই খুলে গিয়েছে চিড়িয়াখানার দরজা। আর এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর সহ অন্যান্য বেশ কয়েকটি জায়গা 8 মাস বন্ধ থাকার পর সাধারণ মানুষের জন্য খুলছে বলে খবর। সূত্রের খবর, আগামী দশই নভেম্বর থেকে খুলে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, বিড়লা প্ল্যানেটেরিয়াম এবং সায়েন্স সিটি।

তবে এই চারটি জায়গার প্রত্যেকটিতে প্রবেশ করতে গেলে মেনে চলতে হবে করোনা এড়াতে একাধিক বিধিনিষেধ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করতে গেলে কি কি বিধিনিষেধ মানতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সেখানকার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত। এদিন জয়ন্ত সেনগুপ্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সমস্ত রকমের করোনা বিধিনিষেধ মেনে খুলতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। সকাল 11 টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করতে গেলে অনলাইনে টিকিট কাটতে হবে এবং কিউআর কোডের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। তবে যাদের স্মার্টফোন নেই, তাঁদের জন্য কাউন্টারেও টিকিট থাকবে। অন্যদিকে একসঙ্গে পাঁচশো জনের বেশি দর্শনার্থী ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে প্রবেশ করতে পারবেন না এবার থেকে। অর্থাৎ 500 জন দর্শনার্থী হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। অন্যদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে গ্যালারি ঘুরতে গেলে এবার থেকে 200 জনের বেশি ঢুকতে পারবেননা।

এবং প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজার সাথে রাখতে হবে। তবে শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, বিড়লা প্ল্যানেটেরিয়াম, সায়েন্স সিটি এবং ভারতীয় জাদুঘরেও প্রবেশ করতে গেলে মেনে চলতে হবে করোনার বিধি-নিষেধ। নিউ নর্মাল চললেও এখনো পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা যে বাইরে বের হচ্ছেন, তা নয়। অন্যদিকে সামনেই শীতকাল, রোদের আমেজকে উপভোগ করতে কলকাতার দর্শনীয় স্থানগুলি অনন্য ভূমিকা গ্রহণ করে। দর্শনার্থীদের কথা চিন্তা করেই এবার দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর খুলে যাচ্ছে কলকাতার চারটি অনন্য দর্শনীয় স্থান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!