এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পেট্রোপণ্যে শুল্ক কমানোর পথে হাঁটবে না রাজ্য? তৃণমূল নেতার মন্তব্যে জল্পনা!

পেট্রোপণ্যে শুল্ক কমানোর পথে হাঁটবে না রাজ্য? তৃণমূল নেতার মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এতদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে নানা কথা বলতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। কেন কেন্দ্রীয় সরকার পেট্রোলের মূল্যবৃদ্ধি কমানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে পথে নেমেছে ঘাসফুল শিবির। তবে অবশেষে দীপাবলীর মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। যেখানে পেট্রোলের মূল্যবৃদ্ধি কমাতে শুল্ক কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। স্বভাবতই কেন্দ্র এই ব্যাপারে পদক্ষেপ নিলে এবার রাজ্য সরকারের নিজেদের শুল্ক কমিয়ে দেওয়া উচিত বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। সকলেই রাজ্যের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন।

আর এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমানোর জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে কটাক্ষ করে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। যেখানে কুণাল ঘোষের একটি ট্যুইটের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে, রাজ্য সরকার পেট্রোলের মূল্যবৃদ্ধি কমাতে নিজেদের শুল্ক কোনোমতেই কমানোর সিদ্ধান্তের রাস্তায় হাঁটবে না। স্বাভাবিকভাবেই কেন্দ্র এই ব্যাপারে পদক্ষেপ নিলেও এতদিন তা নিয়ে রাজ্য সরকার সরব হলেও, এবার রাজ্য সেই পথে না হাটলে সাধারণ মানুষের চাপ যে একই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। কুনাল ঘোষের ট্যুইটের পর জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ এই ব্যাপারে একটি টুইট করেন তৃনমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। যেখানে তিনি লেখেন, “বিজেপি শাসিত রাজ্যগুলো কেন্দ্রের প্রাপ্যা পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়া পায় না। মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।” স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের এই বক্তব্যের পর এই মনে করা হচ্ছে যে, রাজ্য সরকার কর কমানোর রাস্তায় হাঁটবে না।

যেভাবে কুনাল ঘোষ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে কটাক্ষ করলেন, তাতে এক প্রকার পরিষ্কার যে, কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে শুরু করল রাজ্য সরকার। বলা বাহুল্য, কেন্দ্র শুল্ক কমানোর পরেই আশা করা হয়েছিল যে, এবার রাজ্য সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতার মন্তব্য প্রকাশ্যে আসার পর তাতেও জল পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!