এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার শরীরে আঁচিল বাড়াচ্ছে অস্বস্তি? চিকিৎসাতে তো সারেই! সারানো যায় ঘরোয়া উপায়েও! জানেন কি?

আপনার শরীরে আঁচিল বাড়াচ্ছে অস্বস্তি? চিকিৎসাতে তো সারেই! সারানো যায় ঘরোয়া উপায়েও! জানেন কি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে চাঁদেও কলঙ্ক আছে। তবে সেই কলঙ্ক যদি হয় আপনার মুখে বা ত্বকে, সেক্ষেত্রে সবাই বলবেন নৈব নৈব চ । তবে যতই আমরা বলি না কেন আমাদের মধ্যে অনেকে অনেক রকম ত্বকের সমস্যায় ভুগি। সে কালো দাগ, ট্যান, ব্রণ যা ই হোক না কেনো, আপনার সৌন্দর্যের মধ্যে এই দাগ মোটেই ভালো লাগে না। তবে সেই দাগ যদি হয় আঁচিলের মত কিছু, তাহলে তো মাথায় হাত পড়ে।

ডাক্তারদের মতে এটার কারণ হলো একধরনের ভাইরাস। না না করোনা ভাইরাসের মতো অত সাংঘাতিক না হলেও এদের উপস্থিতিতে ত্বকে তৈরি হয় মাংস পিন্ড। যা কিনা আঁচিল বলেই পরিচিত। তবে বিশেষত্ব হিসেবে এগুলিকে ৩ ভাগে ভাগ করা যায়।  1) প্ল্যানটার ওয়ার্ট, 2) জেনিটাল ওয়ার্ট, 3) ফ্ল্যাট ওয়ার্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে লোকডাউনে আমরা সকলেই গৃহবন্দি। বাইরে কোথাও বা পার্লারে যাওয়ার উপায় বন্ধ। তবে এমন সময় যদি দেখা যায় আঁচিলের সমস্যা, তবে ঘরে বসেই পেতে পারেন কিছু উপায়। যদি ঘারোয়া সেইসব উপায়ে সারাতে চান এই আঁচিল, তবে ব্যবহার করতে পারেন এই উপায়গুলি….

 

প্রথমতঃ – একটি পাত্রে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার আর দুই চামচ অ্যালোভেরা রস নিয়ে টা তা মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে আঁচিলের মুখে লাগাতে পারেন।

দ্বিতীয়তঃ – রসুনের রস করে লাগাতে পারেন। রসুনের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান এক্ষত্রে কার্যকরী।

তৃতীয়তঃ – স্যান্ড পেপার আঁচিলের মুখে বসিয়ে টেনে তুলে ফেলতে পারেন।

তবে ঘরোয়া এই পদ্ধতি ছাড়াও ওষুধ, ক্রায়োথেরাপি, লেজার থেরাপির মত অনেক পদ্ধতি বর্তমানে আঁচিল সারাতে জনপ্রিয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!