এখন পড়ছেন
হোম > জাতীয় > যুগান্তকারী পদক্ষেপ! সরকারি চাকরিতে মহিলাদের জন্য শুরু হচ্ছে বড়সড় সংরক্ষন! জানুন বিস্তারে

যুগান্তকারী পদক্ষেপ! সরকারি চাকরিতে মহিলাদের জন্য শুরু হচ্ছে বড়সড় সংরক্ষন! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট নারীদের ক্ষমতায়ন নিয়ে মাঝে মাঝেই নানান গালভরা কথা শোনা যায় বিভিন্ন মাধ্যমে। নারী-পুরুষ সমান সমান আওয়াজ উঠলেও এখনো পর্যন্ত দেশে নারীরা যে বহুলাংশে পিছিয়ে রয়েছে, তা বিভিন্ন কর্মপদ্ধতি দেখলেই বোঝা যায়। সরকারী চাকরিতে সংরক্ষণের তালিকাতেও নারীদের এখনো পর্যন্ত কোন জায়গা হয়নি। তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এবার নারী জাতিকে সামনে নিয়ে আসার জন্য পাঞ্জাব সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল।

জানা গেছে, বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন, এবার থেকে পাঞ্জাবে সরকারি চাকরিতে নারীদের জন্য 33% সংরক্ষণ থাকবে। এই আইন রাজ্য মন্ত্রিসভা পাঞ্জাব সিভিল সার্ভিসেস বিধি, 2020 অনুমোদন করেছে বলে জানা গেছে। নারী সংরক্ষণের ফলে গ্রুপ এ, বি, সি এবং ডি পদে বোর্ড এবং কর্পোরেশনগুলিতে মহিলাদের নিয়োগের ক্ষেত্রে আর কোন বাধা রইলো না। ভারতের মধ্যে দ্বিতীয় রাজ্য পাঞ্জাব, যেখানে মহিলাদের সরকারি চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো।

এই তালিকায় বিহার প্রথম রাজ্য যেখানে 2016 সালে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ করা হয়েছিল। অন্যদিকে জানা গেছে, পাঞ্জাব সরকার একইসঙ্গে সঠিক সময় অনুযায়ী ও কার্যকর ভাবে আদালতের মামলা / আইন বিষয়াদি অনুসরণের জন্য রাজ্য মন্ত্রিসভা পাঞ্জাব সিভিল সচিবালয়ে আইনি কেরানি ক্যাডার গঠনের জন্য 1976 সালের পাঞ্জাব সিভিল সেক্রেটারিয়েট (রাজ্য পরিষেবা শ্রেণি 3) বিধি সংশোধন করেছে। সরকারি সূত্রে জানা গেছে, সাধারণ কেরানি ক্যাডারের 100 টি পদ বিলুপ্ত করে নতুন পদ গঠন করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ ক্ষেত্রে আর্থিকভাবে কোনো প্রভাব পড়বে না বলা হচ্ছে। এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এদিন রাজ্য কর্মসংস্থান পরিকল্পনা 2020-22 অনুমোদন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে এক লক্ষের বেশি যুবকের কর্মসংস্থান হবে বলে দাবী করা হচ্ছে। আপাতত, পাঞ্জাবের সরকারি বিভাগের শূন্য পদে তড়িঘড়ি নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে এবার কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের বিরোধিতা করে পাঞ্জাব সরকার নতুন একটি আইন নিয়ে আসছে বলে জানা গেছে। এই নিয়ে আগামী উনিশে অক্টোবর পাঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশনেঢ় আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত সংসদের অধিবেশনে কৃষি বিল পাস হওয়ার পর থেকেই পাঞ্জাব, হরিয়ানা এবং আরো বেশ কয়েকটি রাজ্যের হাজার হাজার কৃষক শুরু করেছে তুমুল প্রতিবাদ। বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে নারী সংরক্ষণ করায় তা নিয়ে বিতর্ক যেমন সৃষ্টি হবে, সেরকমই নারীদের অধিকার অনেক বেশি বেড়ে যাবে। পুরুষের পাশাপাশি নারীদের হাতেও ক্ষমতায়নের প্রয়োজন আছে আর সেকথা ভেবে পাঞ্জাব সরকার যে পদক্ষেপ গ্রহণ করল, তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!