এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপ ঘোষকে ‘গুণ্ডা’ বলে বাজার গরম করতে গিয়ে এবার বড়সড় আইনি বিপাকে অভিষেক ব্যানার্জি?

দিলীপ ঘোষকে ‘গুণ্ডা’ বলে বাজার গরম করতে গিয়ে এবার বড়সড় আইনি বিপাকে অভিষেক ব্যানার্জি?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাতগাছিয়ার সভা থেকে দিলীপ ঘোষকে “গুন্ডা” বলে কটাক্ষ করেছিলেন তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে আইনজীবীর মাধ্যমে নোটিশ দিয়ে অভিষেকবাবুকে মন্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর যদি তিনি ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে।

স্বভাবতই এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার সাতগাছিয়ায় একটি সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বিরোধীদের পক্ষ থেকে ভাইপো শব্দ উচ্চারণ করা নিয়ে কড়া বিরোধীতা করেন তিনি। ওপেন চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ভয় নেই। আমি বলছি দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া।” যারপরেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “আমি গুন্ডা তাতে ওর কি! এতদিন ওনারা গুন্ডামি করেছে। এবার আমরা করব। দেখি কি করতে পারেন।” আর এবার আর শুধু কটাক্ষ বা হুঁশিয়ারি দেওয়া নয়, এবার আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের এই উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অনেকটাই বিপাকে পড়লেন, তাতে নিশ্চিত বিশ্লেষকরা। জানা গেছে, এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতিকে নোটিশ পাঠিয়েছেন।

এদিন এই প্রসঙ্গে পার্থ ঘোষ বলেন, “গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ, অমিতজি সহ‌ নেতাদের প্রসঙ্গে যা বলেছেন, তা অত্যন্ত কুরুচিকর। সেই কারনেই নোটিশ পাঠানো হয়েছে।” এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষের আইনজীবী এই নোটিশ পাঠানোয় কি পদক্ষেপ গ্রহণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সেদিকেই নজর থাকবে সকলের। যদি সত্যি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নোটিশে বিপাকে পড়েন, তাহলে তৃনমূল শীর্ষ নেতৃত্ব অনেকটাই বেকায়দায় পড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!