এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিদ্যুতের বিল নিয়ে নয়া নির্দেশ, জেনে নিন!

বিদ্যুতের বিল নিয়ে নয়া নির্দেশ, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি অস্বাভাবিক বিদ্যুতের বিল নিয়ে সিইএসসির বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্য সরকার। যেখানে দেখা যায়, লকডাউনের মধ্যে অনেকের বাড়িতেই অস্বাভাবিক বিদ্যুতের বিল আসে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ির বিদ্যুতের বিল দেখে অনেকেরই চোখ কপালে উঠে যায়। আর এই পরিস্থিতিতে সিইএসসির তরফ থেকে এই বিদ্যুতের বিল নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

লকডাউনের পরে যখন মানুষের নুন আনতে পানতা ফুরানোর জোগাড়, ঠিক তখনই বহু মধ্যবিত্তের বাড়িতে 50 থেকে 60 হাজার টাকা বিল আসায় তীব্র গুঞ্জন সৃষ্টি হয়। আর এই পরিস্থিতিতে সম্প্রতি সিইএসহির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর এবার সেই বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিল সিইএসসি কর্তৃপক্ষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার রাতে সিইএসসির পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়, “এখন পুরনো মাসের টাকা দিতে হবে না। শুধুমাত্র জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে, তার বিলই মেটাতে হবে।” আর সিইএসসি কর্তৃপক্ষের এই নতুন বার্তায় এখন আরও বেশি করে নানা মহলে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে।

অনেকে বলছেন, তাহলে নিশ্চয়ই গোড়াতেই গলদ ছিল। অস্বাভাবিক বিদ্যুতের বিলে কিছুটা হলেও ভুল ছিল। আর তাই রাজ্যের পক্ষ থেকে সিইএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পর এবার শুধুমাত্র জুন মাসের বিল দেওয়ার কথা বললেই বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা।

যার ফলে অনেকেই বলছেন, চাপে পড়েই সিইএসসির পক্ষ থেকে এই কথা বলা হল। কেননা লকডাউনের মধ্যে যেভাবে ভুতুড়ে বিল অনেকের বাড়িতে এসেছে, তা নিয়ে রীতিমত ক্ষোভ তৈরি হয়েছে নানা মহলে। স্বাভাবিকভাবেই এখন বিলের ব্যাপারে সিইএসসির পক্ষ থেকেই এই শিথিলতার পর গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!