এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জমা জল এখন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসনের, তীব্র কটাক্ষ শুভেন্দু ও দিলীপ ঘোষের

জমা জল এখন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসনের, তীব্র কটাক্ষ শুভেন্দু ও দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিন যাবত ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। তারমধ্যে কলকাতা অন্যতম। কার্যত একটু বৃষ্টি হলেই কলকাতার বিভিন্ন অঞ্চল জলের তলায় চলে যাচ্ছে। আর তাই নিয়ে এবার বিতর্ক উঠে এলো রাজনীতির আঙিনাতেও। কলকাতার জমা জল নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে মন্তব্য করলেন রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইভাবে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গ প্রায় ডুবোডুবো। হাওড়া, কলকাতা, দুই 24 পরগনার অবস্থা ভয়াবহ। প্রায় জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন সেখানকার মানুষেরা।

আর এই নিয়ে এবার রাজ্য সরকারকে তীব্র খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে অনুকরণ করে বিরোধী দলনেতা শুভেন্দু বললেন, এবার দুয়ারে নর্দমা প্রকল্প চালু হয়েছে। একইসাথে শুভেন্দু জানান, ইয়াসের পর বলা হচ্ছিল, দুয়ারে গঙ্গা। এখন সবাই বলছে, দুয়ারে নর্দমার জল। হয়তো লক্ষীর ভান্ডার চালু হওয়ার আগে এই প্রকল্প চালু হয়েছে।” খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার এই মন্তব্য তীব্র বাকবিতন্ডা উস্কে দিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

কয়েক মাস আগেও কলকাতার জলযন্ত্রণা নিয়ে ফিরহাদ হাকিমের সঙ্গেই শুভেন্দু অধিকারীর তীব্র বাকবিতণ্ডা দেখা গিয়েছিল। সে সময় বৃষ্টিতে কলকাতা ভেসে যাওয়ার কথা উল্লেখ করেই শুভেন্দু পরিষ্কার জানিয়েছিলেন, রাজ্যের পুরপ্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। অন্যদিকে পাল্টা ফিরহাদ হাকিম শুভেন্দুকে আক্রমণ করে বলেছিলেন, যখন শুভেন্দু সেচমন্ত্রী ছিলেন, তখন কোনো সংস্কার করেননি খালগুলির। তাঁরই অপদার্থতার কারণে কলকাতার মানুষকে ভুগতে হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বৃষ্টির জলে ভরাডুবির ছবি দিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। এক্ষেত্রে তিনি একই সাথে কলকাতা পুরসভাকেও একহাত নিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ যেভাবে সমালোচনা করেছেন, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি পুর প্রশাসক ফিরহাদ হাকিমের। প্রবল বৃষ্টিতে কলকাতা এবং হাওড়ার অবস্থা যে সাংঘাতিক তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। হাওড়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে কারসেডে জল জমায়।

পাশাপাশি নিচু এলাকাগুলির অবস্থা তো রীতিমত শোচনীয়। উত্তর, দক্ষিণ, পূর্ব কলকাতা ও হাওড়া কর্পোরেশনের বিস্তীর্ণ অংশ এই মুহূর্তে জলের তলায়। পাশাপাশি তীব্র হচ্ছে পানীয় জলের সংকট। অতিবৃষ্টিতে কলকাতার ভরাডুবির একাধিক ছবি বর্তমানে ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। তার সাথে নানান মন্তব্য- কোনটা কৌতুক, কোনটা বিদ্রুপ। সব মিলিয়ে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় জমা জল নিয়ে তীব্র অস্বস্তিতে এই মুহূর্তে রাজ্য প্রশাসন। আপাতত বৃষ্টি থেমেছে। তাই জলবন্দি অবস্থা থেকে কবে মুক্তি পাওয়া যাবেসেটাই এখন বড় প্রশ্ন সাধারণ মানুষের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!