এবার নন্দীগ্রামে বিজেপির বৈঠকে হামলা, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে বিশেষ খবর রাজ্য November 29, 2017 সামনেই পঞ্চায়েত ভোট আর তাই বিজেপি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা রাজ্য জুড়েই।বুথ কমিটির বৈঠক হচ্ছে। বাদ যায়নি নন্দীগ্রামও। আর এই জন্যই বিজেপির বুথ কমিটির বৈঠকে বসেছিল বিজেপির এক বুথ সদস্যের বাড়িতে আর সেখানেই হামলা করে তৃণমূল এমনটাই অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে। ঘটনা হলো মঙ্গলবার রাত ন’টা নাগাদ ভেকুটিয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সমর্থকের বাড়িতে বৈঠক বসে আচমকাই সেখানে লাঠি-রড নিয়ে হামলা করে ২০-২৫ জন দুষ্কৃতী৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে মারধরের পাশাপাশি আসবাব ভেঙে দেয় দুষ্কৃতীরা। কয়েকটি মোটর সাইকেলেও ভেঙে দেয় তারা। এর ফলে বিজেপির প্রায় ৮ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভার্টি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ বিজেপি অভিযোগ করেছে তৃণমূল নেতা শেখ আমিরুলের নেতৃত্বে ওই দুষ্কৃতীরা হামলা চালায়।পুলিশ এই ব্যাপারে তদন্ত করছে। বিজেপির দাবি দোষীদের শাস্তি না হলে নন্দীগ্রামে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি যে তৃণমূলের ভাবমূর্তি খারাপ করতেই বিজেপি তাদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আপনার মতামত জানান -