এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “খুনের সংস্কৃতি বন্ধ হোক” নির্বাচনী মমতার জয়ের খুশি কেড়ে নিলেন মদন !

“খুনের সংস্কৃতি বন্ধ হোক” নির্বাচনী মমতার জয়ের খুশি কেড়ে নিলেন মদন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একটি সামান্য নির্বাচনকে কেন্দ্র করে এবারেও রক্তের হোলি খেলা দেখলো বাংলা। প্রচুর মানুষের মৃত্যু শাসক দলকে জয় এনে দিয়েছে ঠিকই। কিন্তু বাংলার গণতান্ত্রিক পরিবেশ কি অক্ষুন্ন রয়েছে, এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। শুধু বিরোধীরা নয়, এবার তৃণমূলের দুই, একজন বিধায়ক এবং সাংসদের পাশাপাশি জয়ের আনন্দে মেতে ওঠার সময় নির্বাচনী সন্ত্রাস এবং প্রচুর মানুষের মৃত্যু নিয়ে দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নির্বাচনের গননায় যখন দিকে দিকে তৃণমূলের বিজয় আবির উড়ছে, ঠিক তখনই হিংসা নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে মুখ খোলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে এই রক্তের হোলি খেলা বন্ধ হোক। মানুষ কিন্তু পোলিং স্টেশনে যেতে ভয় পাচ্ছে। ফলে এমন দিন যেন না আসে যে, মানুষ স্থির করে নেয় যে, আর তারা ভোট দিতে যাবেন না। সেই দিন কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ লক্ষণ।” আর প্রথমদিকে বিরোধীরা এই দাবি করার পরেও যখন শাসকদল মানতে চাইনি, তখন তৃণমূলের পক্ষ থেকেও অনেক বিধায়ক এবং সাংসদ সেই হিংসা নিয়ে মুখ খুলেছেন। বাড়িয়ে দিয়েছেন দলের অস্বস্তি। আর এবার গণনার দিন সেই ব্যাপারে মুখ খুলে দলকে চরম বিড়ম্বনায় ফেলে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কি পরিমাণ হিংসা হয়েছে রাজ্যে। তা না হলে এতগুলো মানুষের মৃত্যুর পর তিনি সামান্য একটা প্রতিক্রিয়া পর্যন্ত দিলেন না কেন! তবে তৃণমূল এই হিংসাকে নিজেদের বিজয় উল্লাসের মধ্যে দিয়ে ঢাকার চেষ্টা করেছিল। কিন্তু আর্ত মানুষের কান্না তৃণমূল শীর্ষ নেতৃত্বের কানে সেভাবে না পৌঁছালেও, তৃণমূলের নেতা, সাংসদ বিধায়করা যেভাবে মুখ খুলছেন, তা নিঃসন্দেহে দলের কাছে অস্বস্তির কারণ। আর সেই তালিকায় যুক্ত হয়ে জয়ের দিনেই রীতিমতো বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!