এখন পড়ছেন
হোম > অন্যান্য > হিন্দী বলতে না পারায় তীব্র হেনস্থা দুই বাংলাভাষীকে, অভিযোগ উঠেছে হিন্দিভাষী ব্যবসায়ীর দিকে

হিন্দী বলতে না পারায় তীব্র হেনস্থা দুই বাংলাভাষীকে, অভিযোগ উঠেছে হিন্দিভাষী ব্যবসায়ীর দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দীর্ঘদিন ধরেই বাংলাপক্ষ অভিযোগ জানাচ্ছে, রাজ্যের হিন্দিভাষীদের প্রভাব বাড়ছে রাজ্যে। কার্যত বাংলা বলাটাই এখন হিন্দি ভাষীদের কাছে অন্যতম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কার্যত বাংলাপক্ষের এই অভিযোগ সত্যি করলো বড় বাজারের হিন্দিভাষী ব্যবসায়ী। জানা গিয়েছে, শহর কলকাতায় খোদ বড়বাজারের মতন জায়গায় বাংলা বলার অপরাধে টাকার ব্যাগ, মোবাইল ফোন ছিনতাই করে দোকানে আটকে রাখা হয়। রীতিমতো হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণ 24 পরগনার দুই বাঙালি মহিলা। পরে তাঁদের বাংলা পক্ষের কর্মীরা গিয়ে উদ্ধার করেন। ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার দুই বাঙালি মহিলা ফতেমা আখতার এবং তার শাশুড়ী রোকেয়া বিবি বড়বাজারের অনুরাগ টেক্সটাইল নামক একটি দোকানে ঢুকেছিলেন কেনাকাটা করতে। কিন্তু ওই দোকানের মালিক অনুরাগ আগরওয়াল অত্যন্ত অমানবিক আচরণ করেন তাঁদের সাথে। দোকানে দুই বাঙালি খরিদ্দার হিন্দি কথা বুঝতে না পারায় ফতেমা আখতার এবং তার শাশুড়ী রোকেয়া বিবি দোকানের মালিককে বহুবার অনুরোধ করেন বাংলা বলতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ব্যবসায়ী বাংলা বলতে পারেননা একথা স্বীকার না করে পাল্টা ওই দুই বাঙালি মহিলাকে সোজাসুজি বলতে শুরু করে হিন্দিতে কথা না বললে পাকিস্তান চলে যাবার জন্যে। দোকানদারের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন দুই মহিলা। তারপর শুরু হয় তাঁদেরকে হেনস্থা করা। এমনকি দুই মহিলার গায়ে হাত তুলেছেন ওই ব্যবসায়ী বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি অশ্লীল গালিগালাজ করা হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দুই মহিলার একজন বাংলাপক্ষ দক্ষিণ 24 পরগনার জেলা অফিসে ফোনে যোগাযোগ করেন।

সঙ্গে সঙ্গেই সংগঠনের সদস্যরা বড়বাজার থানা পুলিশের সহযোগিতায় বড়বাজার যায় এবং বৃদ্ধা মহিলাকে উদ্ধার করেন। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বাংলা পক্ষের অভিযোগ আরো একবার প্রমাণিত হলো বলে মনে করা হচ্ছে। কার্যত বাঙালির জায়গায় বাংলা বলতে না পারা এখন আর সমস্যা হয়ে দাঁড়াচ্ছেনা। বরং বাংলায় থেকে বাংলা কথা বলাটাই অপরাধের পর্যায়ে পৌঁছে গেছে কিছু হিন্দিভাষীদের জন্য। এই ঘটনা তারই প্রমাণ। আপাতত এই ঘটনার রেশ কতদূর যায়, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!