এখন পড়ছেন
হোম > রাজ্য > দার্জিলিংয়ে গুরুংয়ের ভিত নাড়িয়ে বিশাল জনসভা করলো মোর্চা

দার্জিলিংয়ে গুরুংয়ের ভিত নাড়িয়ে বিশাল জনসভা করলো মোর্চা


বিশাল জনসভা করে বিনয়পন্থীরা রবিবার প্রমাণ করে দিলেন দার্জিলিঙে বিমল গুরুংয়ের মাটি শক্ত নেই । চকবাজার মোটর স্ট্যান্ড মঞ্চে সব স্তরের মোর্চা নেতাদের হাজির করে বিনয় তামাং দেখিয়ে দিয়েছেন সংগঠনের কর্তৃত্ব তাঁর হাতেই । তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় এই প্রথম মোর্চার জনসভায় প্রকাশ্যে ঘোষিত হল রাজ্যকে সঙ্গে নিয়েই পাহাড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলবে ।
তবে গোর্খাল্যান্ডের দাবিতে তারা অনড় । এদিনের জনসভায় আনীত থাপা বলেন “গোর্খাল্যান্ড আমাদর আইডেন্টিটি । গোর্খাল্যান্ড আমাদের অধিকার । এর জন্য আমাদের আন্দোলন চলবে । কীভাবে, কোন পথে আন্দোলন হবে তার জন্য আমরা রিসার্চ কমিটি গঠন করছি । সেই কমিটির সুপারিশ মেনেই আন্দোলন হবে । তাই বলে পাহাড়ের উন্নয়ন স্তব্ধ করে ভুল আন্দোলনের পথে আমরা আর নেই ।”
এদিনের সভায় দার্জিলিঙের বিধায়ক অমর সিং রাই, গুরুং ঘনিষ্ঠ জ্যোতি রাই, তরঙ্গ পণ্ডিত, দিবাকর গুরুং, রমেশ লামা প্রমুখ উপস্থিত ছিলেন । সভাপতিত্ব করেন এমএল লামা । ঐ সভায় বিনয়পন্থী মোর্চা নেতারা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করেছেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!