এখন পড়ছেন
হোম > রাজ্য > পাহাড় সমস্যা সমাধানে পথ দেখালেন ইয়েচুরি

পাহাড় সমস্যা সমাধানে পথ দেখালেন ইয়েচুরি


সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে রতনলাল ব্রাক্ষ্মণ স্মারক বৃক্ততায় দার্জিলিং সমস্যার প্রসঙ্গ তুলে ধরলেন এদিন তিনি বলেন ত্রিপাক্ষিক বৈঠক বা সমস্ত পক্ষকে নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে পাহাড় সমস্যার সমাধান হবে। তিনি যায় জানান যে গত অগস্ট মাসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে তিনি দেখা করে সমস্যার সমাধানে জন্য ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেন । কিন্তু কেন্দ্র সরকার এই বৈঠকের জন্য রাজি হলেও রাজ্য সরকার তাতে নাকচ করে দেয় বলে তিনি শুনেছেন।এবং মূলত সেই কারণেই বৈঠক স্থগিত আছে বলে মনে করছেন তিনি।
এছাড়া তিনি বলেন যে চার মাসের বেশি চলা পাহাড়ের এই সমস্যা দিনে দিনে রাজনৈতিকের থেকে মানবিক আকার ধারণ করেছে । এক পক্ষের সঙ্গে আরেক পক্ষকে লড়িয়ে দেওয়ার এক রাজনীতি চলছে সেখানে। এটা সুস্থ লক্ষণ নয়।তবে রাজ্য সরকার ইউএপিএ মামলায় অভিযুক্ত বিমল গুরুঙ্গের সঙ্গে কোনও আলোচনায় যেতে রাজি নয়, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে। ইয়েচুরি পরিষ্কার করে দেন যে এই রূপ পরিস্থিতে যদি রাজ্য আর কেন্দ্র সরকার যৌথ ভাবে সহযোগ করে আন্দোলনের পরিসমাপ্তির জন্য উঠেপড়ে না লাগে তাহলে পরিস্থিতি আরো নিম্নগামি হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!