এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত মামলার মাঝেই দলীয় সভাপতিকে নিয়ে বড়সড় অস্বস্তিতে শাসকদল

পঞ্চায়েত মামলার মাঝেই দলীয় সভাপতিকে নিয়ে বড়সড় অস্বস্তিতে শাসকদল

পঞ্চায়েত মামলার মাঝেই দলীয় সভাপতিকে নিয়ে বড়সড় অস্বস্তিতে শাসকদল। রাজ্য-রাজনীতি এখন পঞ্চায়েত মামলায় সংঘটিত হিংসা ও সন্ত্রাস নিয়ে তোলপাড়। এরই মধ্যে হিংসা ও মৃত্যুর কারণে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারকে জাতীয় মানবাধিকার কমিশনে হাজিরা দেওয়ার ডাক পড়েছে বলে জানা গেছে। গতবছর ডিসেম্বর মাসে কুলতুলিতে একটি সালিশি সভায় সুশান্ত হালদার নামে এক যুবককে ডেকে এনে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সভাপতি গোপাল মাঝির নামে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গুরুতরভাবে জখম সুশান্তকে কলকাতায় চিকিৎসার উদ্যেশ্যে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। মৃতের পরিবার আক্রান্ত আমরার সাহায্যে বারুইপুরের এসডিপিও- এর কাছে খুনের অভিযোগ দায়ের করে। এরপর আক্রান্ত আমরা জাতীয় মানবাধিকার কমিশনে বিষয়টিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ই- মেল করে। জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে এর আগে অনেক বারই দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হলেও কোনো রিপোর্ট জমা পরে নি।। গত বছর ফেব্রুয়ারি ও জুলাই মাসে রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে সতর্কও করা হয় পুলিশ সুপারকে। কিন্তু কোনো প্রতিক্রিয়া না মেলায় জাতীয় মানবাধিকার কমিশনের আইন অমান্য করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর তাই আগামী ৩০ শে মে বেলা ১১ টার মধ্যে ওই পুলিশ সুপারকে জাতীয় মানবাধিকার কমিশনে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর আগে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা গেছে। যদিও এবিষয়ে এখনও কোনোরকম প্রতিক্রিয়া দেখায়নি পুলিশ সুপার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!